Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তাহিরপুর সীমান্তে ১১টি ভারতীয় গরু আটক

তাহিরপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ১১টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার দিবাগত রাতে এগুলো আটক করা হয়। বিজিবি জানিয়েছে, আটক গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ তাহিরপুর সীমান্তের বিরেন্দ্রনগর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবু সাইদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৩/১-এস এর নিকট থেকে প্রায় ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া নামক স্থানে ১১টি ভারতীয় গরু আটক করে। গরু আটকের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যায়।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানি রোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। গরু পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Exit mobile version