Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তিন মোটরসাইকেল চোর আটক

দিনেদুপুরে মোটরসাইকেলের তালা ভেঙে নিয়ে যাওয়ার সময় তিন মোটরসাইকেল চোরকে আটক করেছে স্থানীয় লোকজন। উত্তমমধ্যম দিয়ে পরে তাদের সদর থানায় দেয়া হয়েছে। সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারাম্যান রেয়াজুল ইসলাম জানান, গতকাল দুপুরে ভবানীগঞ্জহাট সংলগ্ন নীলসাগর মোড়ের ধান-চাল-ভুট্টা ব্যবসায়ী রশিদুল ইসলাম মুন্সি তার গুদাম ঘরের সামনে মোটরসাইকেলে তালা লাগিয়ে জোহরের নামাজ আদায় করতে যান। এ সময় তিন মেটরাসাইকেল চোর মোটরসাইকেলের তালা ভেঙে নিয়ে যাওয়ার সময় ইউপি সদস্য লিখন তাদের দেখে ফেলেন এবং স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে তিন জনকেই আটক করে। আটকরা হলো- সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের নমির উদ্দিনের পুত্র আব্দুল সাত্তার (৪২), গুলজার রহমানের পুত্র আবু বক্কর সিদ্দিক (২৫) ও সৈয়দপুর উপজেলার কাজীপাড়া এলাকার অহেদুর রহমানের পুত্র ইমরান হোসেন (২৪)। উল্লেখ্য, বেশ কিছুদিন থেকে নীলফামারীতে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি বৃদ্ধি পেয়েছে। গত ৩০শে মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবাষির্কীর অনুষ্ঠান চলাকালে বিএনপি অফিসের সামনে থেকে দুটি মোটরসাইকেল খোয়া যায়। এ ছাড়া এর কয়েকদিন আগে শহরের শাখামাছা বাজার এলাকা থেকে আরো ১টি মোটরসাইকেলসহ একমাসে অন্তত ১০টি বাইসাইকেল চুরি গেছে শহরের বিভিন্ন এলাকা থেকে।

সুত্র মানব জমিন

Exit mobile version