কার্যনির্বাহী সংসদের সভা
মনোনয়নের ক্ষেত্রে ব্যক্তিগত ভোট গুরুত্ব পাবে
তৈমুর তুষার

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই দিকনির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা কালের কণ্ঠকে জানান, সভায় শেখ হাসিনা জাতীয় নির্বাচন সামনে রেখে সংগঠন গোছানোর জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন।
দলীয় একাধিক সূত্র জানায়, সভায় শেখ হাসিনা বলেন, ‘একটি অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামী অক্টোবর থেকেই নির্বাচনের তোড়জোড় শুরু হবে। এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তিনি সংসদ সদস্যদের ঢাকায় না থেকে এলাকায় যাওয়ার নির্দেশ দেন।
দলীয় একাধিক সূত্র জানায়, সভায় আওয়ামী লীগ সভাপতি জানান, জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করার আগে আরেকটি শেষ জরিপ চালানো হচ্ছে। এ জরিপের ফলাফল মনোনয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, নৌকার নির্ধারিত ভোটের পাশাপাশি এলাকায় যাঁদের ব্যক্তিগতভাবে ভোট টানার মতো অবস্থান আছে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাঁদের প্রাধান্য দেওয়া হবে।
দলীয় একাধিক সূত্র জানায়, বৈঠকে দলের তৃণমূলে কমিটি গঠনে নানা দ্বন্দ্বের বিষয় উঠে আসে।
এ সময় শেখ হাসিনা বলেন, ‘দুঃসময়ের নেতাকর্মীদের কমিটিতে রাখতে হবে। তাদের টাকা নেই, চেহারা ভালো নয়, সে জন্য কমিটিতে রাখবা না; এটা তো হতে পারে না।’ তিনি আরো বলেন, নতুনদেরও কমিটিতে নিতে হবে, কিন্তু তা ত্যাগীদের বাদ দিয়ে নয়।
সভায় আট বিভাগের সাংগঠনিক সম্পাদক তাঁদের সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন। সেখানেও বিভিন্ন এলাকায় দলীয় কোন্দলের বিষয় উঠে আসে। খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের প্রতিবেদনে শৈলকুপা উপজেলায় আওয়ামী লীগের সভাপতির ছেলের বিরুদ্ধে মন্দির ভাঙার অভিযোগের কথা তুলে ধরেন।
এ পর্যায়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, যাদের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন, সম্পত্তি দখলের অভিযোগ আসবে তাদের নির্বাচনে মনোনয়ন বা দলীয় কোনো পদ দেওয়া হবে না।
সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা তাঁর ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। মেরিনা জাহান বলেন, তাঁর এলাকায় কয়েকটি ইউনিয়ন কমিটি ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু তিনি কিছু জানেন না।
অভিযোগের বিষয়ে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের কাছে জানতে চান শেখ হাসিনা। এস এম কামাল হোসেন বলেন, ‘নেত্রী, এটা তাদের ভাই-বোনের বিষয়। আমি আর কী বলব!’
সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, একাধিক নেতার বক্তব্যে তৃণমূলের এমপিদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে। একজন নেতা জানান, মনোনয়নপ্রত্যাশীরা এলাকায় গিয়ে এমপিদের বিরুদ্ধে বলছেন। এটা বন্ধ না হলে দলের জন্য বিপদ বাড়বে।
এ সময় শেখ হাসিনা বলেন, ‘যাঁরা মনোনয়ন চান তাঁরা এলাকায় গিয়ে সরকারের উন্নয়নের কথা বলুন। বিএনপির অপকর্মের বিরুদ্ধে বলুন। এমপিদের বিরুদ্ধে বিষোদগার বন্ধ করতে হবে।’
সভায় উপস্থিত ছিলেন এমন একজন কেন্দ্রীয় নেতা কালের কণ্ঠকে জানান, সভায় এক পর্যায়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম তর্কে জড়ান। দুই নেতার বাড়ি মাদারীপুর জেলায়।
শাজাহান খান বলেন, দলের একজন কেন্দ্রীয় নেতা মাদারীপুরে কোন্দল সৃষ্টি করছেন। তিনি স্থানীয় সরকারের নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়ে জয়ী করেছেন। জবাবে বাহাউদ্দিন নাছিম সত্য নয় বল জানান। তিনি বলেন, ‘নেত্রী, আপনি মাদারীপুরের যে কারো কাছে খোঁজ নেন। বিদ্রোহী প্রার্থীকে জিতিয়েছেন শাজাহান খান। তিনি জাসদ থেকে এসেছেন। তাঁর কারণে দলের পুরনো নেতাকর্মীরা কষ্টে আছেন।’
আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন নাছিমের উদ্দেশে বলেন, ‘শাজাহান খান জাসদ করলেও আমার সঙ্গে যোগাযোগ রাখত। আর তাকে দলে আনার জন্য তো তুমিই বেশি আগ্রহী ছিলে। এখন এসব বাদ দাও। ঐক্যবদ্ধভাবে কাজ করো।’
সম্পর্কিত খবর
তীরে এসে তরি ডুবল বাংলাদেশের
রানা শেখ, বেঙ্গালুরু থেকে
বেঙ্গালুরু থেকে
নামে, ভারে, সামর্থ্যে, র?্যাংকিং—সব দিকেই বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ছিল লেবানন। তবু ১ পয়েন্টের স্বপ্নজাল বুনেছিলেন জামাল ভূঁইয়ারা। সেই স্বপ্নপূরণের পথেই ছিল বাংলাদেশ। নিজেদের রক্ষণ জমাট রেখে প্রতিআক্রমণে গিয়ে লেবাননের বক্সে হানাও দিয়েছিল বারকয়েক।
তরুণ লেফট ব্যাক ইসা ফয়সালকে অভিষেক করিয়ে এবং রক্ষণভাগের অভিজ্ঞ খেলোয়াড় তপু বর্মণকে রেখে সেরা একাদশ সাজান কাবরেরা। ৯৩ ধাপ এগিয়ে থাকা লেবানন তেমন তেড়েফুঁড়ে আক্রমণে যেতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তিন পরিবর্তন আনেন কাবরেরা। তাতে বাড়ে খেলায় গতি। ৬০ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন ফয়সাল আহমেদ। বদলি নামা মোহাম্মদ হৃদয়ের লম্বা পাস ধরে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন ফয়সাল, কিন্তু বলের প্রথম স্পর্শ একটু জোরে হওয়ায় কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাঁর। শেষ মুহূর্তে শট নিলেও তা সরাসরি লাগে গোলরক্ষকের গায়ে। এই সুযোগ গোলে পরিণত হলে বদলে যেতে পারত ম্যাচের চিত্র, কিন্তু সেটা আর হয়নি। উল্টো গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। গোলের খোঁজে থাকায় বাংলাদেশ আক্রমণে যাচ্ছিল বারবার। তাই রক্ষণের খেলোয়াড়রাও উঠে আসছিলেন ওপরের দিকে। মধ্যমাঠে বল পেয়ে ক্লিয়ার করতে গিয়ে শট নেন তপু বর্মণ, কিন্তু বল প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে যায় তারিক কাজীর কাছে, তিনি বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে নেন কারিম দারউচ। তাঁর ছোট পাস ধরে নিখুঁত শটে জাল খুঁজে নেন হাসান মাতৌক। এই গোলের পরেও ঘুরে দাঁড়াতে আপ্রাণ চেষ্টা চালায় বাংলাদেশ, কিন্তু পারেনি। উল্টো ইনজুরি টাইমে করিম দারবিশের পাস নিয়ন্ত্রণে নেওয়া খলিলকে আটকাতে পারেননি ইসা ফয়সাল। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি। তাতে সঙ্গী হয় হারের বিষাদ।
সংসদে বিল উত্থাপন
বেশি খাদ্যদ্রব্য মজুদ করলে ১৪ বছর সাজা
নিজস্ব প্রতিবেদক
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ১৯৫৬ সালের ফুড (স্পেশাল কোর্ট) অ্যাক্ট এবং ১৯৭৯ সালের ফুডগ্রেইনস সাপ্লাই (প্রিভেনশন অব প্রিজুডিশিয়াল অ্যাক্টিভিটি) অর্ডিন্যান্স বাতিল করে নতুন এই আইন করা হচ্ছে।
সংসদে উত্থাপিত বিলে বলা হয়েছে, সরকার নির্ধারিত পরিমাণের বেশি খাদ্যদ্রব্য মজুদ বা মজুদসংক্রান্ত সরকারের কোনো নির্দেশনা অমান্য করলে তা হবে অপরাধ। এর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড। তবে এ ধরনের অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন যে তিনি আর্থিক বা অন্য কোনো লাভের উদ্দেশ্য ছাড়া মজুদ করেছিলেন, তাহলে তিনি অনূর্ধ্ব তিন মাস কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি পুরনো খাদ্যদ্রব্য পলিশিং বা অন্য কোনো খাদ্যদ্রব্যের সঙ্গে মিশ্রণ করে বা সরকার কর্তৃক খাদ্যদ্রব্য সংগ্রহকালে সরকারি গুদামে রক্ষিত খাদ্যদ্রব্য বৈধ বা অবৈধভাবে সংগ্রহ করে, দেশে উৎপাদিত খাদ্যদ্রব্যের পরিবর্তে আমদানি করা খাদ্যদ্রব্য বা সরকারি গুদামের পুরনো বা বিতরণকৃত সিল বা বিতরণ করা হয়েছে—এমন চিহ্নযুক্ত খাদ্যদ্রব্য ভর্তি বস্তা বা ব্যাগ বা আংশিক বা সম্পূর্ণরূপে খাদ্যদ্রব্যের পরিমাণগত বা গুণগত পরিবর্তন করে বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে সরকারি গুদামে সরবরাহ করলে তা হবে অপরাধ।
সুইস ব্যাংক
৯৪% আমানত তুলে নিয়েছে বাংলাদেশিরা
নিজস্ব প্রতিবেদক
২০২১ সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা হওয়া অর্থের পরিমাণ ছিল ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ।
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দেশ থেকে জমা হওয়া অর্থ সে দেশের দায় হিসেবে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করে থাকে।
২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২২ বছরে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের সবচেয়ে কম অর্থ ছিল ২০০৩ সালে। ওই বছর দেশটির ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল মাত্র আড়াই কোটি সুইস ফ্রাঁ। আর সবচেয়ে বেশি আমানত ছিল ২০২১ সালে। ওই বছর বাংলাদেশিদের আমানত ৮৭ কোটি সুইস ফ্রাঁ ছাড়িয়েছিল।
সুইস ব্যাংকে শুধু বাংলাদেশি নয়, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরবের আমানতও কমেছে।
সুইজারল্যান্ডে আমানত কমেছে রাশিয়ার। গত এক বছরে সুইস ব্যাংকে রাশিয়ার জমা অর্থের পরিমাণ কমেছে সাড়ে ২৮ শতাংশ।
জাতীয় নির্বাচন প্রশ্নে বার্তা পেয়েছে সব পক্ষ
বিএনপির বিশ্লেষণ
হাসান শিপলু
বিএনপির শীর্ষস্থানীয় নেতারা মনে করেন, সিটি নির্বাচনে মেয়র পদে তাঁদের কোনো নেতা অংশ না নেওয়াটাই সবচেয়ে বড় সফলতা। ফলে নির্বাচন একতরফা হয়েছে।
নির্বাচনের ব্যাপারে মূল্যায়ন করতে গিয়ে দলের গুরুত্বপূর্ণ এক নেতা বরিশাল সিটি করপোরেশনে ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে কী হতো তা ওই ঘটনায় প্রমাণ পাওয়া যায়।
ভোট বর্জন করে ইসলামী আন্দোলন দলীয় সরকারের অধীনে আর নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে আন্দোলনে নেমেছে। ইসলামী আন্দোলনের এমন সিদ্ধান্ত বিএনপির আন্দোলনের দাবির যৌক্তিকতা প্রমাণ করে বলে দাবি করেন দলের নেতারা।
বিএনপি শীর্ষস্থানীয় তিন নেতা জানান, নির্বাচন বর্জনের পরও জাতীয় রাজনীতি, আগামী নির্বাচন, দলের নেতাকর্মীদের আনুগত্য এবং দলের তৃণমূল সম্পর্কে বেশকিছু ধারণা তাঁরা পেয়েছেন। কাউন্সিলর পদে নির্বাচনের ব্যাপারে কঠোর হওয়া ঠিক হবে কি না তা নিয়ে দল প্রাথমিকভাবে সিদ্ধান্তহীনতায় ছিল। কিন্তু যাঁরা প্রার্থী হয়েছেন তাঁরা ছাড়া কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীরা কাউন্সিলর পদে অংশগ্রহণকারীদের ব্যাপারে ছাড় না দিতে মত দিয়েছেন। তাঁদের মতামতের ভিত্তিতে কাউন্সিলরদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি বিষয় স্পষ্ট যে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ব্যাপারে নেতাকর্মীদের কঠোর অবস্থান তৈরি হয়েছে।
দলটির স্থায়ী কমিটির এক নেতা বলেন, নানা প্রলোভন উপেক্ষা করে যাঁরা নির্বাচন বর্জন করেছেন, তাঁদের আনুগত্য সম্পর্কে দল অবগত হয়েছে। ভবিষ্যতে দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে সেখানে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে।
বিএনপির নেতাদের আরো মূল্যায়ন, সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হয়; কিন্তু মেয়র পদে তাঁদের কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেননি। এমনকি যাঁরা বিগত সময়ে মেয়র ছিলেন বা বর্তমানে মেয়রের দায়িত্ব পালন করছেন, তাঁরাও ভোট বর্জন করেছেন।
বিএনপির দপ্তর সূত্র জানায়, নির্বাচনে কাউন্সিলর পদে অংশগ্রহণ করায় সিলেটে ৪২, গাজীপুরে ২৯, বরিশালে ১৯, খুলনায় ৯ ও রাজশাহীতে ১৬ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী কালের কণ্ঠকে বলেন, কাউন্সিলর নির্বাচন দলীয় প্রতীকে হয় না। তার পরও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।
বিএনপির নেতাদের আরো মূল্যায়ন, স্থানীয় সরকার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হলে সাধারণত ৭০ শতাংশের বেশি ভোট পড়ে। সেখানে ভোট পড়ার গড় ছিল ৫০ শতাংশের কমবেশি। এই ভোটারের একটি অংশ ছিল বিএনপি সমর্থক। কারণ কাউন্সিলর প্রার্থীদের কারণে সরকারবিরোধী অনেকে ভোট দিতে কেন্দ্রে গেছেন।
এ বিষয়টি স্পষ্ট করতে গিয়ে গাজীপুর ও সিলেটের নির্বাচনের ফলাফল তুলে ধরেন বিএনপির এক নেতা। তিনি বলেন, গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন জয়ী হয়েছেন। সিলেটে লাঙল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ৫০ হাজার ভোট পেয়েছেন। অর্থাৎ মোট ভোটারের বড় একটি অংশ কাউন্সিলরকে ভোট দিতে গিয়ে জায়েদা ও নজরুলকে ভোট দিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেব না—এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। তার পরও লাভ-লোকসান কতটুকু হলো তার চেয়ে বড় কথা, জাতির সামনে বিএনপির অবস্থান ঠিক থাকল। দলকে এই সিদ্ধান্তে ঐক্যবদ্ধ রাখা গেছে, যা আগামী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’