1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দক্ষিণ সুনামগঞ্জের হাওরে শতকোটি টাকার ডুবো সড়ক হবে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, জানা যাবে শনিবার মসজিদের মালিকানা মহান আল্লাহর জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই

দক্ষিণ সুনামগঞ্জের হাওরে শতকোটি টাকার ডুবো সড়ক হবে

  • Update Time : সোমবার, ৫ আগস্ট, ২০১৯
  • ৫৬৭ Time View

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে হাওর অঞ্চলে ডুবো সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ছোট বড় ১৭টি হাওরে এবার কৃষি কাজ সহজীকরণ, ফসল প্রক্রিয়াজাত ও সহজে বাজারজাত করার লক্ষ্যে কৃষকদের জন্য নির্মাণ করা হবে প্রায় শত কোটি টাকা ব্যয়ে ডুবো সড়ক।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অফিস সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ছোট বড় ১৭টি হাওরে ৭৮ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে ৩২টি প্রকল্পে ৬২.৪০ কি.মি. ডুবো সড়ক নির্মাণ করা হবে। প্রকল্পের জন্য এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্পটি ২০১৯-২০ অর্থবছরে বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে।
জানা যায়, উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের খাই হাওরের মিনাবাজার-পাগলা আরএইচডি ভায়া ইসলামপুর- পিপড়াকান্দি পর্যন্ত ২.৫০ কি.মি, সাংহাইর হাওরের ব্রাহ্মণগাঁও-হোসেনপুর পয়েন্ট হতে সাংহাইর হাওর পর্যন্ত ১কি.মি, কাছিভাঙ্গা হাওরের পাগলা-বীরগাঁও ইউএনআর-ব্রাহ্মণগাঁও গুনার দেবেল শ্মশানঘাট পর্যন্ত ২কি.মি, খালডরা হাওরের ব্রাহ্মণগাঁও-নয়াগাঁও ইলিয়াছের বাড়ির সামন হতে খালডড়া হাওর পর্যন্ত ১ কি.মি, পূর্ব দেখার হাওরের পাগলা ইউনিয়ন অংশের আরএইচডি (ডাবর)-বিটগঞ্জ জিসি ভায়া লালপুর চিকারকান্দি বাজার পর্যন্ত ১২ কি.মি, দেখার হাওরের জয়কলস ইউনিয়ন অংশের আসামপুর হতে দিগদাইড় পর্যন্ত ২ কি.মি, জামখলা হাওরের সলফ-জামখলা হাওর পর্যন্ত ১.৫ কি.মি, তাহিরা খাড়া হাওরের জয়কলস অংশের গাগলী গ্রাম হতে হাহিরা খাড়া পর্যন্ত ১ কি.মি, দেখার হাওরের জয়কলস ইউনিয়ন অংশের আস্তমা দেখার হাওর পর্যন্ত ১ কি.মি, তেহকিয়া হাওরের শিমুলবাক ইউনিয়ন অংশের তেহকিয়া গ্রাম হতে রঘুনাথপুর পর্যন্ত ২ কি.মি, জামখলা হাওরের দরগাপাশা ইউনিয়ন অংশের আমরিয়া গ্রাম হতে জামখলা হাওর পর্যন্ত ১.৫ কি.মি, জামখলা হাওরের হাসামপুর-পাইকাপন পর্যন্ত ১ কি.মি, দরগাপাশা ইউনিয়নের চেঙ্গের খাড়া হাওরের দরগাপাশা শিহাব মিয়ার বাড়ির সামন হতে চেঙ্গের খাড়া হাওর পর্যন্ত ১ কি.মি, শিমুলবাক ইউনিয়নের জামাইকাটা হাওরের শিমুলবাক গ্রাম থেকে জামাইকাটা হাওর পর্যন্ত ২ কি.মি, নাগডরা হাওরের জয়কলস ইউনিয়ন অংশের ডুংরিয়া ঘরোয়া বাজার হতে হাসকুড়ি ধলমইসা গ্রাম পর্যন্ত ৪.২০ কি.মি, সাংহাইর হাওরের জয়কলস ইউনিয়ন অংশের ডুংরিয়া বাজার হতে সাংহাইর হাওর পর্যন্ত ১.৫ কি.মি, সাংহাইর হাওরের উজানীগাঁও বন্দের বাড়ির পাকা রাস্তা হতে চিতলীর বিল পর্যন্ত ১.২০ কি.মি, সাংহাইর হাওরের জামলাবাজ দক্ষিণ প্রান্তের ওয়াপদার সড়ক হতে কাষ্টচাপড়া বিল পর্যন্ত ২ কি.মি, দামড়াখসড়া হাওরের জয়কলস ইউনিয়ন অংশের গাগলী দিরাই সড়ক হতে দামড়াখসড়া হাওর পর্যন্ত ১ কি.মি, দেখার হাওরের জয়কলস ইউনিয়ন অংশের আরএইচডি-কামরূপদলং সড়ক পর্যন্ত ৩.৫ কি.মি, দেখার হাওরের পারবর্তীপুর জিপিএস হতে জয়কলস নোয়াগাঁও (কাকিয়ারপাড়) পর্যন্ত ৪ কি.মি, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলার হাওরের উপ্তিরপাড়-শান্তিগঞ্জ রজনীগঞ্জ সড়ক পর্যন্ত ১ কি.মি, মৌখলা গ্রাম হতে শান্তিগঞ্জ রজনীগঞ্জ সড়ক পর্যন্ত ১ কি.মি, খাই হাওরের পূর্ব বীরগাঁও ইউনিয়ন অংশের গুড়িয়ারখাল ব্রীজ হতে উমেদনগর কান্দি পর্যন্ত ১.৫ কি.মি, খাই হাওরের বীরগাঁও হতে হাসকুড়ি রাঙ্গামাটি কান্দি পর্যন্ত ১.২ কি.মি, খাই হাওরের হাসকুড়ি খেলার মাঠ হতে আদত্তাইর কান্দি পর্যন্ত ১.৫ কি.মি, খাই হাওরের গোপাড়উড়ি হতে ইসলামপুর সড়ক ২ কি.মি, খাই হাওরের ব্রাহ্মণগাঁও ¯øুইচ গেট হতে চাথলী কান্দি পর্যন্ত ০.৮০ কি.মি, বাবনিয়া হাওরের পাথারিয়া ইউনিয়ন অংশের দিরাই সুনামগঞ্জ আরএইচডি সড়ক হতে বাবনিয়া গ্রামের ব্রীজ পর্যন্ত ১ কি.মি, সাংহাইর হাওরের পাথারিয়া ইউনিয়ন অংশের হাসারচর ওয়াপদা সড়ক হতে সাংহাইর হাওর পর্যন্ত ১.৫ কি.মি, পাথারিয়া হাওরের পাথারিয়া আরএইচডি হতে পাথারিয়া হাওর সড়ক ভায়া খেলার মাঠ পর্যন্ত ১ কি.মি, খাই হাওরের কাশিপুর রেগুলেটর-খাই হাওর ভায়া নারাইনপুর কুড়ি জামে মসজিদ পর্যন্ত ১ কি. মি. সহ ৩২টি প্রকল্পে মোট ৬২.৪০ কি.মি. ডুবো সড়ক নির্মাণ করা হবে। এই প্রকল্পের প্রাথমিক ব্যয়ে ধরা হয়েছে ৭৮ কোটি ৬০ লক্ষ টাকা।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অফিসের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক জানান, এই প্রকল্পগুলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে যাচাই বাছাই করে প্রকল্প সাজানো হয়েছে। এরই মধ্যে প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। প্রকল্পের কাজ ২০১৯-২০ অর্থ বছরে বাস্তবায়ন হওয়ার কথাও জানান তিনি।
পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ আমিন জানান, আমাদের দেশ কৃষি প্রধান, হাওর অঞ্চলে কৃষকদের জন্য এই সড়কগুলো নির্মাণ হলে কৃষিকাজ অনেক সহজ হবে। সেই সাথে কৃষকদের কৃষি কাজে উৎসাহ ও আগ্রহ বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাওরঞ্চলের মানুষের জন্য আন্তরিক। আমাদের হাওরঞ্চলের কৃষকদের জন্য এই সড়কাগুলো নির্মাণ হলে কৃষকরা উপকৃত হবে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন জানান, আমাদের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মানুষ কৃষির উপর নির্ভরশীল। উপজেলার চারদিকেই হাওর ও কৃষি জমি রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব। এজন্যই হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নতি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে হাওর এলাকার কৃষকরা তাদের সোনালী ফসল সহজেই ঘরে তোলতে পারবেন। কৃষি কাজ অনেক সহজ হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের এই এলাকার কৃতি সন্তান মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিকে উপজেলাবাসীর পক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com