জেলার দক্ষিণ সুনামগঞ্জে উপজেলার নোয়াখালী বাজারে সেবুল মিয়া নামে এক পকেটমারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোববার দুপুরে নোয়াখালী বাজার পয়েন্টে লোকজনদের ভিড়ের মধ্যে পকেট মারতে গিয়ে সেবুলকে ধরে ফেলে স্থানীয় জনতা। আটককৃত পকেটমার জেলার দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের মৃত ছাদির মেয়ার ছেলে ।
পরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত পকেটমার সেবুল মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে পকেটমারের কথা স্বীকার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
দক্ষিণ সুনামগঞ্জে পকেটমারকে সাতদিনের কারাদণ্ড
