Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দক্ষিণ সুনামগঞ্জে সংঘর্ষে আহত ৭

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়ায় বাড়ির রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলাসহ ৭ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে দরগাপুর মাদ্রাসা সংলগ্ন গ্রামে এ সংষর্ষ হয়।
জানা যায়, দরগাপুর গ্রামে বাড়ির রাস্তা নিয়ে শেকুল ইসলাম খানের সাথে গাজীনগর গ্রামের মৃত. মাহমদ আলীর ছেলে ছুরত মিয়া ও তার আত্মীয় দরগাপুর গ্রামের মনির হোসেন ওরফে মুতাকাব্বিরের দুই মাস যাবৎ বিরোধ চলে আসছিল। শেকুল মিয়ার বাড়ি সামনের রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন মুতাকাব্বিরের পরিবারের লোকেরা। মানবিক কারণে নিজস্ব জায়গা ব্যবহারে কোনোদিন
আপত্তি করেন নি শেকুল ইসলাম খান। কিন্তু দুইমাস ধরে রাস্তা মুতাকাব্বিরদের নামে লিখে দেওয়ার জন্য বলে আসছিল মুতাকাব্বিরের আত্মীয় ছুরত মিয়া। এতে রাজি না হলে ছুরত মিয়ার নেতৃত্বে জোর পূর্বক রাস্তা দখল করে নেওয়ার চেষ্টা চালালে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে শেকুল ইসলাম খানের পক্ষে শেকুল ইসলাম খান (৬৫), তার ছেলে শাহিন খান (৩২) ও শরিফ খান (২৮), মৃত আজিম খানের ছেলে তালহা খান এবং ছুরত মিয়া পক্ষের আহতরা হলেন, রুহেনা খানম (৩৫), মৃত. আবদুল আলীমের ছেলে ফয়সল খান (২০) ও রজব খানের ছেলে মনির হোসেন খান (৩৫)।
গুরুতর আহত শাহিন খান, শরীফ খান, তালহা খান ও রুহেনা খানমকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থায়ীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে ছুরত মিয়া বলেন, ‘অভিযোগ মিথ্যা। মূলত রাস্তা যৌথভাবে রেকর্ডভুক্ত করা। কিন্তু শেকুল মিয়া রাস্তা দিতে আপত্তি দিয়ে আসছে বহুদিন ধরে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগও করা হয়েছে।’
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Exit mobile version