Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দক্ষিণ সুনামগঞ্জে হতদরিদ্রের চাল আত্মসাতের অভিযোগে মেম্বার গ্রেফতার

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে দক্ষিন সুনামগঞ্জ থানা পুলিশ।

সম্প্রতি সুনামগঞ্জের প্রতিটি হাওরের ধান পানির নীচে চলে গেলে কৃষকদের মাঝে সরকার হতদরিদ্র কৃষকদের জন্য চাউল বরাদ্দ দেয়। সরকার কতৃকক নির্ধারিত প্রত্যেক কৃষকদের জন্য ৩ বস্তা করে চাউল দেয়া হয়েছে। দেখার হাওরস্ত আস্তমা ওয়ার্ডের অধিবাসী কৃষকদের অনুদান মেম্বার হাবিবের দায়িত্বে দেওয়া হয়।

মেম্বার হাবিব নির্ধারিত ৩ বস্তা চাওলের মধ্যে বন্টন করেছেন ২ বস্তা চাউল এবং ১ বস্তাকরে চাওল নিজে রেখে দিয়েছেন।

এসংবাদ দক্ষিণ সুনামগঞ্জ থানায় আসলে পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগৃহে আছেন।

এ ব্যপারে মেম্বার হাবিব বলেন- বরাদ্দ চাউল থেকে যেই সমস্ত কৃষক বঞ্চিত হয়েছেন তাদের জন্য তিনি এ চাল গুদামজাত করে রেখেছেন।

Exit mobile version