Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দক্ষিন সুনামগঞ্জে সংঘর্ষে দুজন নিহত, জগন্নাথপুরের মজিদপুরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:; দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়সিদ্ধি গ্রামে দু’পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। অপরদিকে জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামে দু’পক্ষের বিরোধের জের ধরে উত্তেজনা বিরাজ করছে। আজ সকালে উভয়পক্ষ সংঘষে লিপ্ত হতে পারেন বলে উত্তেজনা চলছে। দক্ষিন সুনামগঞ্জের ঘটনায় মো. আবুল কালাম খান (৪০) ও আরজু মিয়া (৫০) নামে দুজন সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান। গুরুতর আহতদের সুনামঞ্জ সদর হাসপাতাল ও কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামের খাঁ গোষ্ঠী, তালুকদার ও শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল। গতকাল সকালে গ্রামের মোশাহিদ খাঁ ও নুর আলীর মধ্যে বসিয়াখারী গ্রামের পুরাতন মসজিদের বাঁশের সাঁকো ও মসজিদ ফান্ডের টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। এনিয়ে উভয় পক্ষের লোকজন বিকাল ৩টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতরা হলেন লিটন খান (৩২) এলখাছ মিয়া (৫০),এরশাদ মিয়া (৪৫), আলমগীর হোসেন (৩২), পারভেজ খান (৩৩), রুমেন খান (২২), মাহিন মিয়া (৩৫), এলখাছ মিয়া (৩২), সুলেমান মিয়া (৪০), রুমন মিয়া (২২), আক্তার মিয়া (৩১), মানিক মিয়া (৩২), দিপু (২৩), অনিক (২৩), রাশেদ মিয়া (২২) সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
তাৎক্ষণিক খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক আবদুল মুকিত চৌধুরী ও এএসআই ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণ আনে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, লাশের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে জগন্নাথপুর উপজেলার মজিদুপর গ্রামে দু’পক্ষের মধ্যে বিরোধের জের ধরে উত্তেজনা চলছে। এলাকাবাসী উত্তেজনা নিরসনে সালিসের চেষ্ঠা চালিয়ে গেলেও শেষ খবর পাওয়া পযন্ত সালিস প্রস্তাবে উভয়পক্ষ সন্মত না হওয়ায় আবারও আজ সকালে দু’পক্ষ সংঘষে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

Exit mobile version