Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দশ মাসে ৯৭ হাজার ৩০ কোটি টাকার এডিপি বাস্তবায়ন-পরিকল্পনামন্ত্রী

চলতি অর্থবছরের দশ মাসে (জুলাই-এপ্রিল) ৯৭ হাজার ৩০ কোটি টাকার এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বাস্তবায়ন করেছে সরকার। ২০১৯-২০ অর্থবছরের বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ঠিক করতে মঙ্গলবার শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১৯-২০ অর্থবছরের এডিপি অনুমোদিত হয়।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, চলতি অর্থবছরের ১০ মাসে ৫৪ শতাংশ এডিপি বাস্তবায়ন করা হয়েছে। বছরের মূল এডিপি বরাদ্দের বিপরীতে জুলাই ২০১৮ থেকে এপ্রিল ২০১৯ পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৯৭ হাজার ৩০ কোটি টাকা। যা মোট বরাদ্দের ৫৪ দশমিক ৯৪ শতাংশ।
একই সময়ে গত বছর ব্যয় হয়েছিল ৮২ হাজার ৬০৩ কোটি টাকা। যা ছিল ঐ অর্থবছরের মোট বরাদ্দের ৫২ দশমিক ৪২ শতাংশ।
কাজেই এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে চলতি অর্থবছরের প্রথম দশ মাসে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ১৪ হাজার ৪২৭ কোটি বা ২ দশমিক ৫২ শতাংশ বেশি ব্যয় হয়েছে।
সভায় আগামী অর্থবছরের (২০১৯-২০২০) জন্য উন্নয়ন বাজেটে প্রথমবারের মতো ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

Exit mobile version