ভুক্তভোগী অভিযুক্ত নাসিম ভূঁইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। বিনা অপরাধে দাড়ি ধরে আঘাতের ঘটনা বর্তমানে জেলায় সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরা।
অভিযোগ সূত্রে জানা যায়, আলী আজম মানিক ঘিওর বাসস্ট্যান্ডে “মানিক কম্পিউটার” নামক একটি দোকান পরিচালনা করেন। অভিযুক্ত নাসিম ভূঁইয়া প্রায়ই ওই দোকানে বিভিন্ন কাজে যেতেন এবং বিল পরিশোধ না করে চলে যেতেন। টাকা চাইলে নাসিম দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন এবং ব্যবসা না করতে দেওয়ার জন্য ভয় দেখাতেন।
এরই জের ধরে গতকাল সোমবার সন্ধ্যার পর দোকানে এসে কম্পিউটারে আবারও জরুরি কাজ করবেন বলে নাসিম জানায়। দোকানদার মালিক তখন অন্য কাস্টমারের কাজে ব্যস্ত থাকায় কিছু সময় অপেক্ষা করতে বলেন। এরপর রাত ৯টার দিকে ক্ষিপ্ত হয়ে নাসিম দোকানদার মালিকের দাঁড়ি ধরে টানাহেঁচড়া শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় মানিক গালাগাল থেকে বিরত থাকতে বললে অভিযুক্ত নাসিম তার ওপর এলোপাতাড়ি কিলঘুষি ও থাপ্পড় মারেন।
সুত্র-কালের কণ্ঠ