Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দিরাইয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

দিরাই উপজেলার চরনাচর ইউপি চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে এনে চেয়ারম্যানের অপসারণের দাবিতে ইউপি সদস্যসহ স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

গতকাল শুক্রবার বিকালে উপজেলার শ্যামারচর বাজারে ব্রজেন্দ্রগঞ্জ আর.সি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় এলাবাসীদের অংশগ্রহণে ঘন্টব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা অমর চাঁন দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কালাই মিয়া, চরনাচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, আওয়মী লীগ নেতা মুজিবুর রহমান, কাচন আলী, বিকাশ দাশ, প্রসন্ন দাশ, দয়াময় দাস, আলী আমজদ, সাবেক ইউপি সদস্য তাহেদ, ইউপি সদস্য চন্দন তালুকদার, চিত্ত রঞ্জন দাশ, দ্বীপ্তি রাণী দাশ, সজল দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদত পরিতোষ রায়, মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, মুক্তিযোদ্ধা ললিনী দাশ, প্রভাষক মোস্তাহার মিয়া, চরনাচর ইউনিয়ন কৗল্যান সংঘের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান জহুরী ছাত্রলীগ ইউনিয়ন সভাপতি সোহেল আরমান, সহ সভাপতি হাসান মিয়া, বিলাশ, ছাত্রলীহ নেতা মেহেদী, বশির মিয়া, আমিনুল, মাসুম, সাকিবুলসহ স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, চরনারচর ইউনিয়নের চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে ইতিমধ্যে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে ১২ জন ইউপি সদস্যই অনাস্থা দিয়েছেন। চেয়ারম্যান এলাকায় বয়স্কভাতা, বিধবা ভাতা, ভিজিডি ভিজিএফ ও মাতৃত্ব ভাতা কার্ড ওয়ার্ডভিত্তিক বন্টন করার সময়ে টাকা নেন। এছাড়া কাবিখা, টিআরসহ নানা কর্মসূচী ও প্রকল্পের কাজ ইউপি সদস্যদের পেতে হলে চেয়ারম্যানকে তার পার্সেন্টেজ দিতে হয়।
মানববন্ধনে বক্তারা দ্রুত এসব দুর্নীতির বিচার করার পাশাপাশি চেয়ারম্যানের অপসারণের দাবি জানান।

Exit mobile version