জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মালেক (৬০) নামে এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোররাতে উপজেলার ছায়ার হাওরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক উপজেলার চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার ভোররাতে উপজেলার জয়পুর গ্রামের পাশে ছায়ার হাওরে মাছ শিকার করতে (উজাই মারা) যান আব্দুল মালেকসহ (৬০) গ্রামের আরো কয়েকজন।
এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রপাতে মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন এডিএমের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের চেষ্টা করছেন। অনুমতি পেলে দাফন করা হবে।