1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দিরাইয়ে হাঁস চড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৫০, আটক ১২ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

দিরাইয়ে হাঁস চড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৫০, আটক ১২

  • Update Time : সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ২২৫ Time View

দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামে হাওরে হাঁস চড়ানোকে কেন্দ্র করে দুইপক্ষেরসংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। নিহতের নাম এরশাদ মিয়া (২৭)। তিনি গ্রামের একাব্বর মিয়ার ছেলে। এই নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১২জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেচনী গ্রামের পার্শবর্তী সরকারী জলাশয়ে হাঁস চড়ানোকে কেন্দ্র করে আমিন আলী ও আবুল কালামের লোকজনের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার উভয়পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় ঘটনাস্থলেই আমিন আলীর পক্ষের এরশাদ মিয়া নিহত হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়। সংঘর্ষের ঘটনায় আহত লিটন মিয়া (২৮), আসাদ মিয়া (২৩) সহ উভয় পক্ষের ১২-১৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট পাঠানো হয়েছে। অন্য আহতদের দিরাই ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য চন্দন কুমার দাস বলেন, ‘সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গ্রামে আতঙ্ক বিরাজ করছে।’
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বিকাল সাড়ে ৫ টায় জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ১২জনকে আটক করা হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com