Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দিরাই শাল্লায় অর্ধলক্ষাধিক ভোটের জয়া জয়ী

বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী প্রয়াত বর্ষিয়াণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্তা। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৯৫ হাজার ৯৫৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু পেয়েছেন ৪২ হাজার ১৬৬ ভোট। রাত পৌনে নয়টায় জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম ৮৬ কেন্দ্রের ফলাফল জানিয়ে বলেছেন, ড. জয়া সেন ৭৯০৩১ ভোট পেয়েছেন, ৩১৪২৩ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন।
দিরাই উপজেলার ৭৬ টি কেন্দ্রে ড. জয়া সেন গুপ্তা পেয়েছেন ৫৭ হাজার ৩৬০ ভোট এবং ছায়েদ আলী মাহবুব হোসেন ৩৩ হাজার ১১৩ ভোট। শাল্লা উপজেলার ৩৬ টি কেন্দ্রে ড. জয়া
সেন গুপ্তা পেয়েছেন ৩৮ হাজার ৫৯৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু পেয়েছেন ৯০৫৩ ভোট।
বিজয়ী প্রার্থী ড. জয়া সেন গুপ্তা বলেছেন,‘দিরাই-শাল্লার মানুষ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে গতিশীল করা এবং তাঁদের প্রয়াত নেতা সুরঞ্জিত সেন গুপ্তের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নৌকায় ভোট দিয়েছেন। আমি বিজয়ের এই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সুনামগঞ্জের সকল সংসদ সদস্যবৃন্দ, জেলা এবং সকল উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দিরাই-শাল্লার সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নির্বাচনের আগে আমি বলেছি, এখনো বলছি, আমার প্রধান লক্ষ্য থাকবে দিরাই-শাল্লার আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।’

Exit mobile version