Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দুই বউয়ের মারামারি ঠেকাতে পিটুনি, স্বামীর কারাদণ্ড

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: দুই বউয়ের মারামারি থামাতে গিয়ে এক বউকে মারধরের ঘটনায় স্বামী আব্দুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান এর আদালতের সামনে স্ত্রীকে মারধরের ঘটনায় আদালত স্বতঃপ্রনোদিত হয়ে রহমানের অপরাধ আমলে নিয়ে এ রায় দেন।

আদালত দণ্ডবিধির ৩২৩ ধারায় ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন রহমানকে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম কোর্ট পুলিশের জিআরও এসআই শ্যামল কান্তি নাথ বলেন, ‘আদালত চলাকালীন সময়ে এজলাসের বাইরে মারামারি ও হইচই হচ্ছিল। এসময় আদালত পুলিশকে বিষয়টি দেখতে বলেন। স্বামী ও দুই স্ত্রীর মধ্যের মারামারি ঘটনা ঘটনায় তাদের আদালতে নিয়ে যাওয়া হয়। এজলাসে গিয়ে তারা আবারও হাতাহাতি করে। পরে আদালত স্ত্রীর জবানবন্দি আমলে নিয়ে স্বামী আব্দুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।’

নগরীর কোতোয়ালী থানার চেরাগী পাহাড়ে দুই স্ত্রী নিয়ে বসবাস করতেন জাফর আহম্মদের ছেলে আব্দুর রহমান। তার দুই স্ত্রী শারমিন আক্তার ও সুমি আক্তার।

প্রথম স্ত্রী শারমিনের ভাইকেগ্রেফতার করে পুলিশ। ভাইকে আদালতে দেখতে এসে স্বামীর সঙ্গে মারামারিতে জড়ায় শারমিন। এরপর ভাইয়ের সঙ্গে স্বামীকেও কারাগারে যেতে হয়েছে।
সুত্র-সমকাল

Exit mobile version