Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দুদকের আসামীদের পিআইসিতে না রাখার দাবি

জামালগঞ্জ প্রতিনিধি
হাওর দুর্নীতি করার কারনে দুদকের মামলার কোন আসামীকে চলতি বছরের হাওর রক্ষা বাঁধের কোন পিআইসির সভাপতি ও সদস্য না করার জন্য জোর দাবি জানিয়েছেন হাওর পাড়ের কৃষকরা। জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, উপকারভোগী কৃষকদের নিয়ে মতবিনিময় সভায় কৃষক সহ হাওর উন্নয়ন কর্মীরা এই দাবি জানান। সোমবার দুপুরে বেহেলী ইউনিয়ন পরিষদের সামনে সভায় সভাপতিত্ব করেন বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার।
সভায় বক্তারা বলেন, গেল বছর যাদের কারণে হালির হাওর থেকে এক মুঠো সোনালী ফসল ঘরে তোলা যায়নি, যারা হাওর রক্ষা বাঁধের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার কারণে ফসলহানি হয়েছে তাদেরকে কমিটিতে রাখা যাবে না।
কৃষক পরিবারের পক্ষ থেকে সভার শুরুতেই হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের বেহেলীর আহবায়ক আমিনুল হক মনি গেল বারের হাওর দুর্নীতির বিষয় নিয়ে জোরালো বক্তব্য রাখেন।
ইউপি সচিব আ. হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সাচনাবাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আ:লীগ সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ফেনারবাঁকের চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো: রজব আলী, জামালগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, বেহেলীর সাবেক চেয়ারম্যান নির্মাল্য কান্তি রায়(সসীম), মিনু মজুমদার। হাওর উন্নয়ন ও গণমাধ্যমকর্মী ওয়ালী উল্লাহ সরকার।
হালির হাওর পাড়ের কৃষকদের মধ্যে মতামত ব্যাক্ত করেন, হাওর বাঁচাও জামালগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, বেহেলী আ:লীগ সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, কৃষক আবুল হোসেন, রইছ উদ্দিন, জয়নাল আবেদীন, আসাদুর রহমান, আ: বাকির, শামসু মিয়া, বাদল মিয়া, কৃষানী সেরিনা বেগম প্রমুখ।

Exit mobile version