Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দূর্নীতিগ্রস্থ তালিকায় বাংলাদেশের অবস্থায় ১৫: টিআই

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ২০১৬ সালে দুর্নীতির সূচকে ঊর্ধ্বক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান ১৪৫ তম। নিম্নক্রম অনুসারে এই অবস্থান ১৫ তম। আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘দুর্নীতির ধারণা সূচক-২০১৬’ প্রতিবেদন প্রকাশ করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, টিআই-এর সূচকে শূন্য থেকে ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর ২৬। সূচকে ৪৩ স্কোরকে বৈশ্বিক গড় স্কোর বিবেচনা করা হয়। সেই হিসেবে ২০১৬ সালে দুর্নীতির ব্যাপকতা উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে। এবার বাংলাদেশের সমান স্কোর পেয়েছে ক্যামেরুন, জাম্বিয়া, কেনিয়া, মাদাগাস্কার ও নিকারাগুয়া। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সবচেয়ে বেশি স্কোর ৯০ পেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় প্রথমে রয়েছে ডেনমার্ক ও নিউজিল্যান্ড। এশিয়ার মধ্যে ভুটান ৬৫ স্কোর পেয়ে প্রথম অবস্থানে রয়েছে। বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে একমাত্র আফগানিস্তান। সংবাদ সম্মেলনে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন এডভোকেট সুলতানা কামাল, ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান, ট্রাস্টি বোর্ডের সদস্য আলী ইমাম মজুমদার, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এডভোকেট সুলতানা কামাল বলেন, দুর্নীতি নিয়ে আমরা কঠিন সংগ্রামের মধ্যে আছি। স্কোর এক বা দুই কম-বেশি বিষয় না। বৈশ্বিক গড় স্কোর থেকে আমরা অনেক দূরে আছি। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন আরও শক্তিশালী ও জোরদার করতে হবে। সুত্র- দৈনিক মানব জমিন।

Exit mobile version