Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দেশে প্রথমবারের মতো বিদেশী মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: দেশে প্রথমবারের মতো বিদেশী মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ০২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত এপ্রিলে রিজার্ভ ছিল ২৪ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার। তারও আগে গত ফেব্রুয়ারিতে রিজার্ভ ২৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে।বংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, দেশে বিদেশী মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো দুই হাজার ৫০০ কোটি টাকা (২৫ বিলিয়ন ডলার) অতিক্রম করল। রফতানি ও রেমিটেন্সে ভালো প্রবৃদ্ধি এবং বেসরকারি খাতে প্রচুর বিদেশি ঋণ আসার কারণে এক বছরের ব্যবধানে রিজার্ভ ২১ বিলিয়ন ডলার থেকে ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
এ রিজার্ভ দিয়ে সাত মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানান তিনি।

Exit mobile version