1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

দেশে প্রান্তিক নারীর প্রতি বৈষম্য বৃদ্ধি পাচ্ছে-পাভেল পার্থ

  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫

অনলাইন ডেস্ক -নারী এবং পরিবেশ অভিন্ন, এ দুই আলাদা করলে কোনো অস্তিত্ব থাকবে না। নারীর পরিবেশ রক্ষার ভাবনা প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হয়। সমাজে শ্রেণি বর্গের সংকট, কাঠামোগত বৈষম্য, পরিবেশগত সংকট আছে। সেখানে জলবায়ু বিপর্যয় নারীর জন্য কাজের বোঝা বাড়ছে। পরিবেশ বিপর্যয় নিয়ে কথা বললে খনার কথা উঠে আসে। প্রথম প্রাতিষ্ঠানিক ভাবে প্রকৃতির বিরুদ্ধে পুরুষ আধিপত্যবাদের চ্যালেঞ্জ করে খনা। কোনো ধরনের জেন্ডার জাস্টিস ছাড়া জলবায়ু সাম্যতা সম্ভব নয়। দেশে প্রান্তিক নারীর প্রতি বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। এই বৈষম্য রোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘পরিবেশ ও জলবায়ু বিপর্যয়: নারীর সংকট ও সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান বক্তা পাভেল পার্থ এসব কথা বলেন। ২৯ জুন সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। মহিলা পরিষদের ৩৫ টি জেলা শাখা থেকে প্রাপ্ত পরিবেশ বিষয়ক সংকট নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ মহিলা পরিষদের পরিবেশ উপ–পরিষদের সদস্য ড. নবনীতা ইসলাম। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বারসিক–এর পরিচালক, গবেষক, পরিবেশবিদ এবং অ্যাক্টিভিস্ট পাভেল পার্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ও ঢাকা স্ট্রিমের এডিটর ইন চিফ গোলাম ইফতেখার মাহমুদ ও বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব। সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের পরিবেশ উপপরিষদ সম্পাদক পারভীন ইসলাম।

আলোচনা সভায় ৩৫ টি জেলা–শাখা থেকে প্রাপ্ত তথ্য থেকে ড. নবনীতা ইসলাম বলেন, পরিবেশ বিপর্যয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ শিকার নারীরা। বাংলাদেশের জলবায়ু বিপর্যয়ে সংকটের চিত্র একেক জেলায় একেক রকম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) –এর প্রকাশিত জরিপে দেখা গেছে, দুর্যোগপ্রবণ এলাকা যেমন বরিশাল ও খুলনায় স্বামীর হাতে নির্যাতনের শিকারের হার বেশি। পটুয়াখালীর আশ্রয়কেন্দ্রে নারীদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা নেই। এতে যৌন সহিংসতা বেশি ঘটে। ফলে তালাকের ঘটনাও বেশি ঘটে। খুলনা বিভাগে লবণাক্ত পানির কারণে তালাক ও বহুবিবাহের সংখ্যা বেশি।

বিশেষ অতিথির বক্তব্যে গোলাম ইফতেখার মাহমুদ বলেন, নদীগুলো আজ প্রভাবশালীদের দখলে। নদী তীরবর্তী মানুষেরা তাদের অধিকার হারিয়েছে, নারীরা এই জনপদ থেকে উচ্ছেদ হচ্ছে। রাষ্ট্রের উন্নয়ন দর্শন পরিবেশ ও জলবায়ুর ক্ষেত্রে ভিন্ন প্রভাব নিয়ে আসে। গুটিকয়েক প্রভাবশালী তথাকথিত উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করছে। তথাকথিত উন্নয়ন পরিবেশের জন্য মোটেও ইতিবাচক ফল বয়ে নিয়ে আসে না।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, মানবসভ্যতার অগ্রগতির হয়েছে প্রকৃতির সঙ্গে সংগ্রামের মধ্য দিয়ে। মানব সভ্যতা যখন নারীর হাতে ছিল তখন পরিবেশ ও প্রকৃতি নিরাপদ ও সংরক্ষিত ছিল। আজ নারীর বিপন্নতা ও জলবায়ুর বিপন্নতাকে একইসূত্রে দেখতে হবে। নারী আন্দোলন মনে করে পরিবেশ রক্ষার আন্দোলনেও বৃত্ত ভেঙে এগিয়ে যেতে হবে। পরিবেশ ও জলবায়ুর অভিঘাত মোকাবেলা করে কীভাবে এগিয়ে যাবো তা ভাবতে হবে, আইনি সীমাবদ্ধতা দূর করতে হবে এবং পরিবেশ বিপর্যয় রোধে কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে পরিবেশবিদ সহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, মানবজাতি এক অভাবনীয় সম্ভাবনা ও সংকটের মধ্য দিয়ে অগ্রগর হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর অস্তিত্ব আজ সংকটের মুখে- পরিবেশবিদরা এমনটাই বার বার তাদের আলোচনায় উল্লেখ করেন। মানুষের ভোগবাদীতা, উদাসীনতা এবং অসচেতনতা পরিবেশ বিপর্যয়ের কারণ। নারী আন্দোলনের সাথে পরিবেশ রক্ষার আন্দোলন অঙ্গাঙ্গিভাবে জড়িত। বর্তমান পরিস্থিতিতে এই আন্দোলনকে অগ্রসর করে নিয়ে যাওয়ার কোন বিকল্প নেই।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com