1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

দোয়ারাবাজারে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দোয়ারাবাজারের চেলা নদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় একজন আহত এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। শনিবার ভোর রাতে  উপজেলার নরশিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় চেলা নদীতে এই ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন— কোম্পানিগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মজন্মিল আলীর ছেলে মো. আফিজ আলী (৫০) ও লামনীগাঁও গ্রামের আমির আলীর ছেলে মো.জুয়েল আহমদ (১৯)। বজ্রপাতের ঘটনায় আহত রুবেল আহমদ (১৯) নিখোঁজ রয়েছে। সে কোম্পানিগঞ্জ উপজেলার কাঠালবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে। আহত হাজিজুল হক কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নিহত আফিজ আলীর ছেলে বলে জানা গেছে।

বালুমহাল সূত্রে জানা গেছে, ভোররাত থেকে বালু আহরণের কাজ করলে দিনে দিনেই বালু কেনাবেচা সম্পন্ন করা সহজ হয়। শুক্রবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে কোম্পানীগঞ্জের তেলিখাল থেকে বারকিশ্রমিকদের একটি দল ইঞ্জিন নৌকা দিয়ে পৌঁছে শারপিনপাড়া এলাকায় বালু আহরণকালে বজ্রপাতের মুখে পড়েন তারা। নিখোঁজ, নিহত ও আহতরা সবাই শ্রমিক। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ফায়ারসার্ভিসের একটি ডুবুরি দল দিনব্যাপী উদ্ধার কাজ পরিচালনা করেও নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। এঘটনায় ওইদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার এস আই আব্দুল জলিল, এএসআই ফরহাদ হোসেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক বজ্রপাতে ২ জনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বলেন, নিখোঁজ একজনকে উদ্ধারে থানা পুলিশ, নৌ—পুলিশ  ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।

কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কবির আহমেদ জানান,  শনিবার বেলা ২টায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। নিখোঁজ রুবেল মিয়ার সন্ধানে দিনভর তল্লাশি চালিয়ে সন্ধান মেলেনি।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com