Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দোয়ারাবাজারে তিন ইউনিয়নের ৭ টি গ্রামে বিদ্যুত সংযোগের উদ্বোধন

দোয়ারাবাজার প্রতিনিধি
‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগানকে সামনে রেখে দিনব্যাপি দোয়ারাবাজার উপজেলার তিনটি ইউনিয়নের ৭ টি গ্রামের পল্লী বিদ্যুত সংযোগের উদ্বোধন করেছেন মুহিবুর রহমান মানিক এমপি। বৃহস্পতিবার নরসিংহপুর ইউনিয়নের লেদারকান্দি, পুলকারগাঁও, দোয়ারাবাজার সদর ইউনিয়নের টেবলাই, দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর, শিবপুর, কান্দাগাঁও, নোয়াগাঁওয়ে তিনি বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন।
নরসিংহপুর ইউনিয়নের লেদারকান্দি, পুলকারগাঁও বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ ও পরিচালনা করেন যুবগীগ নেতা কামরুজ্জামান রুবেল। দোয়ারা সদর ইউনিয়নের টেবলাই মুহিবুর রহমান মানিক ঈদগাহ মাঠে বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও পরিচালনা করেন মাশারফ হোসেন, আবুল মিয়া
ও খসরু মিয়া। কাঞ্চনপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আপ্তাব আলীর সভাপতিত্বে ও দোহালিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজরে সন্ধ্যা ৭ টায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির আলীর সভাপতিত্বে ও অশোক কুমার দাস, মিজানুর রহমান ও একরামুল হক সোহেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার সোহেল পারভেজ, সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামছুল ইসলাম, ছাতক জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানাজার এ.কে এম জাহিদুল ইসলাম, সহকারী জেনারেল ম্যানাজার জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক সৈয়দ আহমদ, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মিয়া, সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি মানিক লাল দাস, আওয়ামী লীগ নেতা বরুণ চন্দ্র দাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন, মান্নারগাঁও ইউনিয়ের সাধারণ সম্পাদক ভূপতি দাস, ইউ.পি সদস্য হবুল হোসেন, উপজেলা সেচ্ছ সেবকলীগ নেতা ছালিক আহমদ, শ্রমিক লীগের আহব্বায়ক আবুল কালাম, যুবলীগ নেতা মঈনুল ইসলাম, মাসুক মিয়া, নুরুল ইসলাম, আসাদ আলী, সান উল্লাহ, ছাত্রলীগ এনামূল হাসান হৃদয়, শামীম আহমদ, ইমরান হোসেন, সুমন আহমদ, রুবেল আহমদ, মো. নুর হোসেন প্রমুখ। বঙ্গবন্ধু বাজারে বিদ্যুৎ উদ্বোধন কালে স্বাগত বক্তব্য রাখেন, অ্যাড. কামরুজ্জামান কামরুল।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহেল পারভেজ জানান, মোট ২১ কি.মি. লাইন নির্মাণ করা হয়েছে। ১০ কোটি টাকা ব্যয়ে ১২৬০ জন গ্রাহক নতুন বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছেন।

Exit mobile version