Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

“দ্যা লাইট ইউ.কের রামাদ্বান ফুড ক্যাম্পেইন উদ্বোধন

 

চ্যারিটি সংগঠন দ্যা লাইট অরগানাইজেশন ইউ.কের সকল সদস্য ও সৈয়দ শাহ শামসুদ্দিন রহ: আইডিয়াল শিশু স্কুল’ এর বোর্ড অফ ডাইরেক্টর বৃন্দেদের নিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের রয়েল নওয়াব রেস্টুরেন্টে গত ১লা মে এক গেট টুগেদার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরা ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করা। প্রতি বছরের ন্যায় এবারও আসছে পবিত্র রামাদ্বান মাসে বাংলাদেশের গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাবে ইউকে ভিত্তিক এই চ্যারিটি সংগঠন। প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে রামাদ্বান মাসে সেহরি ও ইফতারের খাবার পৌছে দিতে ও ঈদের নতুন জামা বিতরণ করার লক্ষ্যে প্রায় ১০ হাজার পাউন্ড সংগ্রহের লক্ষ্যমাত্রা নিধারন করেছে সংগঠনটি। এছাড়াও রমজানে বাচ্চাদের জন্য একটি ক্বিরাত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পবিত্র রামাদ্বান মাসে বাংলাদেশের গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াতে বৃটিশ বাংলাদেশী দানশীল ব্যক্তিদের প্রতি আহবান জানিয়েছে দ্যা লাইট অরগেনাইজেশন ইউ.কে। আশা করি সবার সহযোগিতা অতীতের ন্যায় অব্যাহত থাকবে।

উক্ত অনুষ্ঠানে ২০১৮-২০২০ বছরের জন্য একটি কমিটি গঠিত হয় যা অচিরেই প্রকাশ করা হবে।

গেট টুগেদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ শাহ শামসুদ্দিন রহ: আইডিয়াল শিশু স্কুলের ডাইরেক্টর সৈয়দ সুহেল, শেখ শাহীন হাসান, মাহিনুর রহমান কোরেশী , শুভাকাঙ্ক্ষী হিসেবে লিভারপুল থেকে সৈয়দ সোহাগ ও সান্ডারলেন্ড থেকে সৈয়দ মুক্তার মিয়া। দ্যা লাইট ইউকের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ হেলাল আহমেদ, সৈয়দ নায়েব আহমদ, মোঃ এমরান হোসেন, মোঃ সোহেল আহমদ, সৈয়দ রিহাব আলী, সৈয়দ মওদুদ আহমদ শাহী, সালমান আহমেদ, সৈয়দ মোসাদ্দীক, সৈয়দ ইসমাইল, সৈয়দ তামীম আদনান ও মোঃ সাইফুল আলম।

Exit mobile version