Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দ. সুনামগঞ্জে একই স্থানে আ.লীগের দুই পক্ষের সভা- উত্তেজনা, মাইক আটক

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলায় আওয়ামী লীগের দুই পক্ষের একই সময়ে একই স্থানে শোকসভা আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি বাজারে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৮ আগস্ট একই সময়ে একই স্থানে শোকসভার আয়োজন করেছে ইউনিয়ন আওয়ামী লীগের দুইপক্ষ।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে প্রধান অতিথি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে প্রধান বক্তা করে শনিবার একপক্ষ মাইক বের করলে আরেকপক্ষ মাইক আটকে দিয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধু বলেন, ‘আমরা আগে শোকসভার তারিখ নির্ধারণ করেছি। আমাদের অনুষ্ঠান ভন্ডুল করতে তারা পরে পাল্টা অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে।’
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল করিম বলেন, ‘আমরা অনেক আগেই জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালন করতে কর্মীসভা করে তারিখ নির্ধারণ করেছি। এরমধ্যেই মজিদুর রহমান মধু একক উদ্যোগে একই স্থানে সভা আহ্বান করে মাইক বের করায় কর্মীরা ক্ষুব্ধ হয়েছে।’
এ ব্যপারে উপজেলা আওয়ামী লীগের সিনিয়ির সহ-সভাপতি তহুর আলী বলেন,‘মজিদুর রহমান মধুকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি’র পদ থেকে সর্বসম্মত সিদ্ধান্তে অব্যাহতি দেওয়া হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগ যেখানে জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছে, সেই একই স্থানে আরেকটি সভা আহ্বানের মাইক বের করায় আমরা সেই মাইক বাজাতে নিষেধ করেছি।’

Exit mobile version