Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দ. সুনামগঞ্জে নারকেল নিলামকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জেরর পূর্ব বীরগাঁও মসজিদের নারকেল নিলামকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকাল ৩ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর বীরগাঁও জামে মসজিদে ৮টি নারকেল নিলামে বিক্রি করা হয়। এ নিলাম করা নারকেলকে কেন্দ্র করে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছালেহ আহমদের ছেলে রাসেল আহমদ ও আসাদ মিয়ার ছেলে সুহেল আহমদ শিশুর মাঝে কথা কাটাকাটি হয়। শিশুর এ কথা কাটাকাটিকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে সংঘর্ষে বাঁধে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। ছালেহ আহমদের পক্ষে ২০ জন ও সুহেল আহমদ শিশুর পক্ষে ৫ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সুহেল আহমদ শিশু’র পক্ষের আহতরা হলো, সুমেল আহমদ (২৭), নাইম হোসেন (২৫), জুবায়েল আহমদ (২৮), জুসেব মিয়া (৩০) ও সাইদুর রহমান (৩২)। অপরদিকে, ছালেহ আহমদের পক্ষে আহতরা হলো বাদশা মিয়া (২৬), নূর আহমদ মনাই (২৮), পাভেল আহমদ (২৫), শাহজাহান (৩৮), সুরেজ আলী (৩০), রাসেল আহমদ (৩৫), আমিরুল ইসলাম (৩৫), মিষ্টু মিয়া (২৯), কালু মিয়া (৪০), তরফ উদ্দিন (৪২), হাসনাত মিয়া (৫০), হোসেন মিয়া (৩৫) ও সাইফুজ্জাফান (১৬)।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো কেউ কোনো অভিযোগ করেন নি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version