Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ধর্মপাশায় আওয়ামীলীগের প্রার্থী নিয়ে বিভ্রান্তি

ধর্মপাশা প্রতিনিধি::
ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল করার আগে থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ (মুরাদ) প্রচারণা চালিয়ে আসছেন। আগামীকাল রোববার এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ (বিলকিস) তার ফেসবুক ওয়ালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন কিন্তু শামীম আহমেদ (মুরাদ) জালিয়াতি করে দলীয় মনোনয়ন নিজের নামে করে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন দাবি করে একটি স্ট্যাটাস আপলোড করেন। শামীম আহমেদ (বিলকিস) শুক্রবার সকাল ১১টায় উপজেলা সদরে অবস্থিত ‘হাওর চোখ’ নামক তাঁর নিজস্ব কার্যালয়ে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন। অপরদিকে বিষয়টি নিয়ে ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আবেদন জানিয়ে একইদিন বিকেল সাড়ে চারটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শামীম আহমেদ (মুরাদ) সংবাদ সম্মেলন করেছেন।
এবার ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান পদে শামীম আহমেদ (মুরাদ) নৌকা প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে শামীম আহমেদ (বিলকিস) মোটরসাইকেল প্রতীকে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী আনারস প্রতীকে ও উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন ঘোড়া প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। শামীম আহমেদ (বিলকিস) ও ফখরুল ইসলাম চৌধুরী তাঁদের স্ব স্ব নির্বাচনী প্রচারণা বন্ধ রেখেছেন। কিন্তু শামীম আহমেদ (বিলকিস) মোজাম্মেল হোসেন রোকনের পক্ষে এবং ফখরুল ইসলাম চৌধুরী শামীম আহমেদ (মুরাদ) এর পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করে যাচ্ছেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় শামীম আহমেদ (বিলকিস) তাঁর ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে লিখেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনী বোর্ডের কাছে দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছিলেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে মনোনয়ন বোর্ডের সভাপতি তাঁকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেন। কিন্তু তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় থেকে ইউনুছ চৌধুরী নামের একজন তাঁকে (বিলকিস) ফোন করে নৌকা প্রতীকে নির্বাচনী প্রচারণার খোঁজ খবর নেন এবং তাঁকে (বিলকিস) দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল বলে জানান। শামীম আহমেদ (বিলকিস) এর স্ট্যাটাসে উল্লেখিত টেলিফোন নম্বরে (০২৯৬৬৬৬৩০) শুক্রবার বিকেলে এ প্রতিবেদক একাধিকবার কল করেন কিন্তু ফোন রিসিভ না হওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
শামীম আহমেদ (বিলকিস) বলেন, ‘আমার নামের সাথে শামীম আহমেদ মুরাদের নামের মিল থাকায় শুধু মুরাদ নামটি অন্তর্ভূক্ত করে আমার মনোনয়ন ফরমটি জালিয়াতি করা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়ে সুষ্ঠু বিচার চাইবো।’
শামীম আহমেদ (মুরাদ) বলেন, ‘শামীম আহমেদ (বিলকিস) তাঁর ফেসবুক আইডি থেকে একটি ভুয়া, ভিত্তিহীন সংবাদ প্রচার করেছেন যে, আমি নাকি নাম বিভ্রাট ঘটিয়ে নিজ নামে মনোনয়ন পত্র নিয়ে এসেছি। এই বক্তব্য সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও ভিত্তিহীন। আমি তার প্রচারিত এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ভোটারদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাই।’

Exit mobile version