Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ধর্মপাশায় দুই শিক্ষিকা নির্য়াতনের ঘটনায় জগন্নাথপুরের সহকারী শিক্ষক সমিতির নিন্দা

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গত ৩ মার্চ ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কর্তৃক বিদ্যালয়ের দুই সহকারি শিক্ষিকা দিপালী রানী দাস ও মনি রানী তালুকদারের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে শিক্ষক সমিতির নেতারা শিক্ষক হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। বিবৃতিতারা হলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন,সহ-সভাপতি বিজয় কৃষ্ণ দাশ, আজিজুল হক, সাধারণ সম্পাদক নুরুল হক, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন,মোঃ আতাউর রহমান, অর্থ সম্পাদক মোঃ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক লাকি রানী চন্দ, নাসিমা খাতুন,ফরিদা বেগম, শেফালী বেগম, গণেশ চক্রবর্তী, কবির হোসেন, শাহাজাহান সিরাজ, আবুল কালাম, শহিদুর রহমান, শরীফ উল মামুন, ইন্দ্রজিত পাল,শংকর চন্দ্র নাথ, উত্তম দেবনাথ, বাপ্পী রানী দে, রুমা দেব, হেপী রানী দে, রতœা রানী দাশ, দেলোয়ার হোসাঈন, রফিকুল ইসলাম মাধবী রানী নাথ,সাজিদুন নেছা, শ্যামল চন্দ্র শীল, সন্টু আচার্য্য প্রমুখ

Exit mobile version