Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ধাওয়ার মুখে ডাকাতের গুলি, নিহত ৩

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ফরিদপুরের চরভদ্রাসনে ধাওয়ার মুখে স্পিডবোটে করে পলায়নরত ডাকাতের গুলিতে নিহত হয়েছেন তিন ব্যক্তি। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।

বুধবার দিনগত রাত ৩টার দিকে চরভদ্রাসন সদর উপজেলার খালাসীডাংগী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – চরভদ্রাসন উপজেলার মৃধাডাঙ্গী গ্রামের মো. সাজ্জাদ মৃধা (৩০), তার চাচত ভাই সেন্টু মৃধা (২৮) ও সদরপুর উপজেলার মুনশির চরের মালেক খাঁ (৩৫)।

এলাকাবাসী জানায়, দিনগত রাত ৩টার দিকে ১৫-২০ জনের একটি ডাকাত দল স্পিডবোটে করে খালাসীডাংগী গ্রামে হানা দেয়।

প্রথমে তারা গ্রামের বাসিন্দা সামছেল ফকিরের বাড়ির সবাইকে জিম্মি করে ৪৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে।

এর পর আরেক বাড়িতে ডাকাতি করতে গেলে গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া দেয়।

পরে ডাকাতরা স্পিডবোটে ওঠে পালাতে গেলে গ্রামবাসী তাদের আটকের চেষ্টা চালায়।

এ সময় গ্রামবাসীর ওপর গুলি চালায় ডাকাতরা। এতেই চার গ্রামবাসী গুলিবিদ্ধ হয়।
রাতেই তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে সাজ্জাদ মৃধা ও সেন্টু মৃধা মারা যান।

এদিকে আশঙ্কাজনক অবস্থায় আল আমিন ফকির নামে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

গৃহকর্তা সামছেল ফকির জানান, বৃহস্পতিবার তার ছেলের বিয়ের দিন। বিয়ের জন্য কেনা স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সব জিনিসপত্র ডাকাতরা লুট করেছে।

চরভদ্রাসন থানার ওসি রামপ্রসাদ ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ডাকাতদের গ্রেফতারে রাতেই অভিযান শুরু করেছে পুলিশ। তবে এখনও কাউকে আটক করা যায়নি।

এছাড়া সদরপুর উপজেলার এক ডাকাতির ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

সদরপুর থানার ওসি হারুন আর রশিদ জানান, উপজেলার মুনশির চরে সুলতান খাঁর বাড়িতে রাতে ডাকাতরা হানা দেয়। এসময় তাদের বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতের গুলিতে মালেক খাঁর মৃত্যু হয়।

Exit mobile version