1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ধোঁকার যুগে ঈমানদাররা অসহায় হবে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

ধোঁকার যুগে ঈমানদাররা অসহায় হবে

  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

যখন পৃথিবীতে পাপাচার ছড়িয়ে পড়বে, পাপিদের দৌরাত্ম্য বাড়বে, অনিয়মই নিয়ম বলে বিবেচিত হবে, সাধুদের সবাই চোর হিসেবে চিনবে আর চোরদের সাধু ভেবে নেবে, তখন বুঝতে হবে পৃথবী মহাপ্রলয়ের খুব কাছাকাছি চলে গেছে। নবীজি (সা.) সেই যুগকে ধোঁকার যুগ বলে আখ্যা দিয়েছেন। সে যুগে ঈমানদার, সৎ ও হকপন্থী মানুষরা বাহ্যিকভাবে বড্ড অসহায় হবে, তাদের সততা, একনিষ্ঠতা, আন্তরিকতা বিপদের কারণ হবে। আল্লাহভীতির কারণে তাদের কিছুই করার থাকবে না, যদিও পরকালে তারা এর প্রতিদান পাবে।
তারা তখন অসহায় হয়ে পড়বে। অপরাধীদের অহংকারের খগড় তাদের ওপর চলতেই থাকবে। কিন্তু উল্টো তাদেরকেই আবার অপরাধী হিসেবে চিত্রিত করা হবে। নিচ প্রকৃতির লোকরা জনগণের হর্তাকর্তা হবে।
হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘অচিরেই লোকেদের ওপর প্রতারণা ও ধোঁকাবাজির যুগ আসবে। তখন মিথ্যাবাদীকে সত্যবাদী গণ্য করা হবে, আমানতের খিয়ানতকারীকে আমানতদার ও আমানতদারকে খিয়ানতকারী বলে গণ্য করা হবে এবং রুওয়াইবিজা হবে বক্তা। জিজ্ঞাসা করা হলো, রুওয়াইবিজা কী? তিনি বলেন, নিচ প্রকৃতির লোক, সে জনগণের হর্তাকর্তা হবে।’ (ইবনে মাজাহ, হাদিস : ৪০৩৬)

হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘অচিরেই লোকেদের ওপর প্রতারণা ও ধোঁকাবাজির যুগ আসবে। তখন মিথ্যাবাদীকে সত্যবাদী গণ্য করা হবে, আমানতের খিয়ানতকারীকে আমানতদার ও আমানতদারকে খিয়ানতকারী বলে গণ্য করা হবে এবং রুওয়াইবিজা হবে বক্তা। জিজ্ঞাসা করা হলো, রুওয়াইবিজা কী? তিনি বলেন, নিচ প্রকৃতির লোক, সে জনগণের হর্তাকর্তা হবে।’ (ইবনে মাজাহ, হাদিস : ৪০৩৬)

হাদিসে জিবরাইল সম্ভবত জিবরাইল (আ.) এই সময়কেই কিয়ামতের আলামত বলে আখ্যা দিয়েছিলেন।

যখন নবীজি (সা.) তাঁর কাছে কিয়ামতের নিদর্শন সম্পর্কে জানতে চেয়েছেন, তখন তিনি [জিবরাইল (আ.)] বলেন, দাসী আপন মনিবকে জন্ম দেবে এবং নাঙ্গা পা-ওয়ালা বস্ত্রহীন দেহ গরিব মেষচালকদের দালানকোঠা নিয়ে গর্ব করতে দেখবে।’ (আবু দাউদ, হা : ৪৬৯৫)

এখানেই শেষ নয়, শেষ যুগে যেহেতু নিম্ন শ্রেণির মানুষের কাছেও অনেক সম্পদ চলে আসবে, তখন তারা সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠবে। যেহেতু তারা নিজেরা অযোগ্য, অথর্ব হবে, তাই তারা নিজেদের অযোগ্যতা ঢাকতে কৌশলে যোগ্যদের অযোগ্য বলে প্রচার করবে। তাদের কূটকৌশলের মাধ্যমে নির্দোষদের দোষী সাব্যস্ত করবে। তাদের কোথাও দাঁড়াতে দেবে না।

তখন গোটা সমাজব্যবস্থা এমনভাবে ভেঙে পড়বে এবং পাপিষ্ঠ ও অথর্বদের কৌশলগুলো এতটাই চাকচিক্যময় হবে যে ঈমানদারদেরই তখন অপরাধীর চোখে দেখা হবে। তাদের অথর্ব হিসেবে চিত্রিত করে অবহেলা করা হবে। চারদিক থেকে কোণঠাসা করে দেওয়া হবে। মহান আল্লাহর কাছে নীরবে চোখের পানি ফেলা ছাড়া তাদের কিছুই করার থাকবে না, নিষ্ঠুর ও স্বার্থপর এই পৃথিবী তাদের পাশে দাঁড়াবে না।

হাদিসের বর্ণনা দ্বারা বোঝা যায়, কঠিন সেই সময়টি হবে দাজ্জাল আসার আগমুহূর্তে। অন্য একটি বর্ণনায় এমনটাই ইঙ্গিত দিয়েছেন নবীজি (সা.)। ইরশাদ হয়েছে, আনাস (রা.) বলেন, মহানবী (সা.) ইরশাদ করেছেন, দাজ্জাল আসার আগে কিছু বছর ধোঁকার হবে, তখন সত্যবাদীকে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদী থেকে সত্যবাদী গণ্য করা হবে। আমানতের খিয়ানতকারীকে আমানতদার ও আমানতদারকে খিয়ানতকারী গণ্য করা হবে এবং রুওয়াইবিজা হবে বক্তা। জিজ্ঞাসা করা হলো, রুওয়াইবিজা কী? তিনি বলেন, ফাসেক প্রকৃতির মানুষ সামাজিক বিষয়গুলোতে হস্তক্ষেপ করবে। (মুসনাদে আহমদ)
সম্ভবত সেই বর্তমান বিশ্ব সে যুগটিতে পদার্পণ করেছে। পরিস্থিতি দেখলে মনে হয়, বিশ্বব্যাপী ঈমানদাররা অসহায় হয়ে আছে। হকপন্থীদের বিভিন্ন ট্যাগ দিয়ে দমিয়ে রাখার মতো ঘটনা ঘটছে। তাদের দুনিয়ার জ্ঞানশূন্য, পশ্চাদগামী, ধর্মান্ধসহ নানা রকম অপবাদ দিয়ে আড়ালে রাখার চেষ্টা হতে দেখা যায়।

মহান আল্লাহ আমাদের সবাইকে সব ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।
সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com