1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নবান্ন রেস্টুরেন্ট ভাঙচুর করেছে ছাত্রলীগ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম:
উপদেষ্টা আসিফ, মাহফুজের সঙ্গে খলিলুরের অব্যাহতি চাইল বিএনপি জগন্নাথপুরে নাশকতা চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সার্কেল ২৫ ওয়েলফেয়ার আসোসিয়েশন ইউ-কের নির্বাচন সম্পন্ন আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ঘোষনা করলেন ইশরাক ‘ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে’ উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ সিদ্ধান্ত রিট খারিজ, মেয়র পদে শপথ নিতে বাধা নেই কিছু ইবাদত হোক নীরবে-নিভৃতে চিত্রনায়ক আমিন খানের হাত থেকে লাখ টাকার চেক নিলেন জগন্নাথপুরের খালেদা বেগম শাহানারা নাসের লুটন কাউন্সিলে প্রথম ব্রিটিশ বাংলাদেশী নারী ডেপুটি মেয়র নির্বাচিত

নবান্ন রেস্টুরেন্ট ভাঙচুর করেছে ছাত্রলীগ

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

সিলেট সংবাদদাতা- : সিলেট নগরীর তালতলায় জগন্নাথপুরের মালিকানাধীন নবান্ন রেস্টুরেন্ট ভাঙচুর করেছে ছাত্রলীগ। বুধবার রাত ৮টায় কাষ্টমারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তবে তালতলার স্থানীয় সূত্র জানিয়েছে ভাঙচুর করেছে ছাত্রলীগের তেলীহাওয়র গ্রুপ। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮ টার দিকে নবান্ন রেস্টুরেন্টে ৪ জন কাষ্টমার শিককাবার এর অর্ডার দেন। রেষ্টুরেন্ট সংশ্লিষ্টরা কাষ্টমারদের কথামত শিককাবাব ও রুটিদেন। এ সময় ৪জন কাষ্টমারের একজন রেষ্টুরেন্ট সংশ্লিষ্টদের গালমন্ধ করতে থাকেন। তিনি বলেন, শিককাবাব এত পুড়লো কেন। সাথেসাথে মালিকপক্ষ শিককাবাব পরিবর্তন করে দেবেন বলে জানান। এসময় অন্য কাষ্টমাররা যে ব্যাক্তি গালমন্ধ করেন তাকে বলেন, কর্তৃপক্ষ পরিবর্তন করে দেবে আপনি শান্ত হন। এরপর ওই ৪ জন কাষ্টমার ও অন্যকাষ্টমাররা নবান্ন রেস্টুরেন্ট থেকে চলে যান। এর কিছুক্ষণ পরই রেস্টুরেন্টে হামলা চালায় তেলীহাওয়র গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা দেশীয় অস্ত্র দিয়ে ভেঙে ফেলে নবান্ন রেস্টুরেন্টের সামনের গ্লাসসহ মূলবান কিছু জিনিস। এসময় তালতলার আতঙ্কের সৃষ্টি হয়। ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে দিকবেদিক দৌড়াতে থাকেন। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি।
অপর এক সূত্র জানায়, ছাত্রলীলের পিযুষ গ্রুপের নেতাকর্মীরা প্রতিদিন সন্ধ্যার পর তালতলা হোটেল নবান্নের সামনে বসে আড্ডা দিতেন। ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তেলিহাওর গ্রুপের নেতাকর্মীদের সাথে পিযুষ গ্রুপের উত্তেজনা দেখাদেয়। এসময় তেলিহাওর গ্রুপের নেতাকর্মীরা সেখানে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পিযুষ গ্রুপের নেতাকর্মীরা তালতলা ছেড়ে আসেন।
কোতোয়ালি থানার সহকারী কমিশনার একেএম সাজ্জাদুল আলম জানান, রেস্টুরেন্টে খাবার দিয়ে দুইপক্ষ প্লেইট ছুড়াছুড়ি করে। এক পর্যায়ে উভয়পক্ষ মিলে রেস্টুরেন্টে ভাঙচুর করেছে। উভয়পক্ষই ছাত্রলীগের জানিয়ে তিনি বলেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মামলা করতে চাইলে আমরা মামলা নিব। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
নবান্নের ,মালিকদের একজন সুমন জানান, এবিষযে আইনানুগ পদক্ষেপ নিবেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com