Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জের ইনাতগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

রাকিল হোসেন : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বুধবার বিদ্যালয় হল রুমে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম। পরিচালনা করেন সহকারী শিক্ষক শফিকুল ইসলাম বিএসসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন। বক্তব্য রাখেন,আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিল হোসেন,আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ,বিএনপির সাবেক সাধারন সম্পাদক তোফাজ্জুল হোসেন,সহকারী প্রধান শিক্ষক আব্দুল আহাদ,বিদায়ী ছাত্র অমিতাব আচার্য্য,তান্নি আক্তার,দশম শ্রেণীর ছাত্রী রাহাত সিদ্দিকা নাবিলা,অমিত দাশ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন,আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক,দীঘলবাক ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানী,উপজেলা কৃষক দলের সভাপতি আফিল উদ্দিন,ইনাতগঞ্জ বাজার কমিটির সাধারন সম্পাদক দিলবার হোসেন,প্রেসক্লাবের অফিস সস্পাদক মতিউর রহমান মুন্না,সাংবাদিক ডা: জালাল উদ্দিন,আব্দুল আমিন,ছেরাগ আলী,জামাল হোসেন সুমন প্রমূখ। প্রধান অতিথি আলমগীর হোসেন চৌধুরী বলেন,দক্ষ মানব সম্পদ গঠন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষার বিকল্প নাই। তাই সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মনে রাখতে হবে ধন সম্পদই আসল সম্পদ না। শিক্ষাই মানুষের আসল সম্পদ। আর এই সম্পদকে কখনো ভাগ করা যায়না। তাই বর্তমান সরকার শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছে। তিনি বিদ্যালয়ের মাঠে মাটি বরাটের জন্য ইতিমধ্যে দেয়া ৫০হাজার টাকার সাথে আরও এক লক্ষ টাকা দেয়ার ঘোষণা দেন।

Exit mobile version