Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জের ইনাতগঞ্জে জয়নাল হত্যা মামলার ১৩ আসামী কারাগারে

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের জয়নাল হতাকান্ডের সাথে জড়িত১৩ আসাামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত বুধবার আসামীরা সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন জেল হাজতে প্রেরণ করেন। উলেÍখ্য,উক্ত গ্রামের লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন ও তার চাচাতো ভাই আলিম উদ্দিনের মধ্যে ইনাতগঞ্জে অবস্থিত জগন্নাথপুর মৌজার জায়গা সংক্রান্ত বিরোধের কেন্দ্র করে গত ২৯ মার্চ সকালে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষে প্রায় ৩০জন আহত হন। গুরুতর আহত গিয়াস উদ্দিনের পক্ষের জয়নাল আবেদীনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আবেদীনের মৃত্যু হয়। এ ব্যাপারে আবুল কালাম আজাদ বাদী হয়ে আলিম উদ্দিনকে প্রধান আসামী করে ৩৬জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Exit mobile version