Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে আওয়ামীলীগ নেতা গোলাপের মনোনয়ন বাতিল চমক দেখালেন ইমদাদুর রহমান মুকুল

রাকিল হোসেন : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১নং গজনাইপুরের মনোনয়ন পত্র ছিনিয়ে এনে ফিরতি চমক দেখালেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং ১১নং গজনাইপুর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ইমদাদুর রহমান মুকুল। জালিয়াতির আশ্রয় নিয়েও শেষ রক্ষা হলনা গোলাপের। এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ তৃণমুলের মতামতের ভিত্তিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল’কে প্রাথমিক ভাবে ১১নং গজনাইপুর ইউনিয়নের প্রার্থী হিসেবে চুড়ান্ত করে কেন্দ্রে নাম পাঠানো হয়। তার পর পর-ই গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন পত্রে ইমদাদুর রহমান মুকুলকে বাতিল করে ১১নং গজনাইপুর ইউ,পি আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের গোলাপকে আওয়ামীলীগের ইউ,পি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় । গত ২৭ এপ্রিল বুধবার আবুল খায়ের গোলাপ দলীয় মনোনয়ন ফরম নিয়ে ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরে আসার খবরে তার সমর্থকদের আনন্দ উল্লাস করতে দেখা যায়। ২৭ এপ্রিল ইমদাদুর রহমান মুকুল ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে যুদ্ধাপরাধি মামলার আসামী আবুল খায়ের গোলাপের মনোনয়ন বাতিল করে তৃণমূল থেকে দেয়া প্রার্থী ইমদাদুর রহমান মুকুলকে মনোনয়ন দেয়ার দাবী জানান। তারা আরো জানান ,গোলাপের পক্ষে প্রধানমন্ত্রীকে মিথ্যা তথ্য দিয়ে জালিয়াতির আশ্রয় নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বৃহস্পতিবার আবার ও আবুল খায়ের গোলাপের মনোনয়ন বাতিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন ফরমে ফিরতি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল’কে ১১নং গজনাইপুর ইউনিয়নের নৌকার প্রার্থী হিসেবে চুড়ান্ত ধানমন্ডি কার্যালয়ে তার হাতে মনোনয়ন পত্র তুলে দেয়া হয়।

Exit mobile version