Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। ১৯ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাংবাদিক সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান লিখিত বক্তব্যে বলেন, জাতীয় জিডিপি মৎস্য খাতের অবদান ২.৬৫ শতাংশ এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বার্ষিক কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় ৬ লক্ষাধীক গ্রামীণ জন গোষ্টির। তিনি বলেন, নবীগঞ্জে মাছের উৎপাদন ৬ হাজার ৪শত মেঃ টন। এর মধ্যে চাষকৃত ২হাজার ৭শত মেঃ টন ও প্রাকৃতিক জলাশয়ে ৩হাজার ৭শত মেঃ টন। তিনি আরো বলেন, কীটনাশকের অপব্যবহার, অপরিকল্পিত রাস্তা ঘাট ও বাধ নিমার্ণ এবং জনসাধারনের মৎস্য আইন না মানার প্রবনতা বৃদ্ধি পাওয়ার কারণে মৎস্য সম্পদ দিন দিন কমে যাচ্ছে। এখনই কার্যকরী ভূমিকা না নিলে মৎস্য সম্পদ রক্ষা করা সম্ভব হবেনা। উক্ত সাংবাদিক সম্মেলনে নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version