Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে নিখোঁজের পর এক ব্যক্তির লাশ উদ্ধার

রাকিল হোসেন : নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে রাতে নিখোঁজের পরদিন গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গোলাপ আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় সাকিরা বেগম নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, ঐ গ্রামের নিহত গোলাপ আলীর সাথে তারই চাচাতো ভাই তালেব আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা মোকদ্দমাও রয়েছে থানা ও আদালতে।

এদিকে সোমবার রাতে গোলাপ আলীর ঘরের চালের উপর দিয়ে ডিসের লাইন টানানো নিয়ে তালেব আলীর সাথে বাকবিতন্ডতার এক পর্যায়ে তালেব আলীর লোকজন গোলাপ আলীর ছেলে সুমন মিয়াকে মারপিট করে। এই ঘটনায় গোলাপ মিয়া সোমবার রাতে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করার জন্য থানা যান। এবং মামলা দায়ের করার পর রাত থেকেই গোলাপ মিয়া নিখোঁজ হয়ে যায়। সারারাত খোঁজাখুজির একপর্যায়ে গতকাল মঙ্গলবার সকালে চরগাঁও গ্রামের নয়াবাড়ি কবরস্থানের পাশে একটি নির্জনস্থানে গোলাপ আলীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে মৃতদেহটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। গোলাপ আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারনা করছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান। তিনি বলেন এ ঘটনায় সন্দেহজনক ভাবে ১জন কে আটক করা হয়েছে। তদন্ত চলছে আশা করি প্রকৃত ঘঁনাকারীদের দ্রুত গ্রেফতার করা সম্বভ হবে।

Exit mobile version