Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

রাকিল হোসেন নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে ::
নবীগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম এর অপসারণের দাবিতে ব্যবসায়ী ছাত্র জনতা নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের অফিস ঘেরাও করে ডিজিএম এর অপসারণ দাবি করে লোড শেডিং বন্ধের দাবি জানাতে থাকে। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জন প্রতিনিধিগণ উপস্থিত হন। শহরের ওসমানী রোডের এক কিলো মিটার রাস্তায় যানজট দেখা দেয়। এ সময় জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন,উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সরোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম, অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্যানেল মেয়র এটিএম সালাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ আহমদ আজাদ, শহীদুজ্জামান চৌধুরী, আহমেদ জাকারিয়া অপু, সাগর প্রমূখ। পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মণ ঘন ঘন লোড শেডিং এর সমস্যা থেকে উত্তরনে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্থ করেন। জনতা দ্রুত লোড শেডিং বন্ধ না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচী দেবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

Exit mobile version