Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে প্রান্তিক চাষীদের মধ্যে বিজ ও সার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন

রাকিল হোসেন নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকে : নবীগঞ্জে রবি ২০১৭/১৮ মৌসুমে প্রনোদনা ও কৃষি পুর্নবাস কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বীজ (সরিষা, ভুট্টা, ধান ) ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্টানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা এ কে এম মাকসুদুল আলম, সদর ইউনিয়ন চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, দৈনিক বিবিয়ানা পত্রিকার যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না, ইউপি সদস্য আসাদ হোসেন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক হাফিজ আহমেদ প্রমুখ। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, ছালেক তালুকদার ও আবুল কালাম তালুকদার। উক্ত অনুষ্ঠানে উপজেলার ৪ হাজার ৪শত ৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এর মধ্যে ধান বীজ পান ৪ হাজার ২ শত ৭০ জন, সরিষা বীজ ৩শ জন, ভুট্রা বীজ ২৫ জন। এছাড়া প্রত্যেক কৃষককে ১০ কেজি এমওপি এবং ২০ কেজি ডিএপি সার দেওয়া হয়।
:

Exit mobile version