Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মর্মান্তিক মৃত্যু আহত ২

রাকিল হোসেন নবীগঞ্জ :নবীগঞ্জ উপজেলার পৃথক স্থানে গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে বজ্রপাতে ২ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২জন এর মধ্যে ১জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুত্রে জানাযায়, সোমবার দুপুরে উপজেলার করগাও ইউনিয়নের দুর্ঘাপুর গ্রামের হরিচরন দাশের ছেলে কৃষ্ণ গোপাল দাশ (৪০) বৃষ্টি আসতে দেখে স্থানীয় হাওড়ে তাদের গরু আনতে যায়। এ সময় বজ্রপাত শুরু হলে সে বজ্রপাতের শিকার হয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে আশপাশের লোকজন বজ্রপাত শেষে তাকে উদ্বার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে একই সময়ে একই ইউনিয়নের ছোট সাকোয়া গ্রামের ইছারুল হকের ছেলে জাবেদ মিয়া (২৫) ওই সময়ে হাওড়ে তার ধানী জমিতে কাজ করতে থাকা অবস্থায় বজ্রপাতের কবলে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্বার করে উপজেলা হাসপাতালে নিযে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অন্যদিকে কানাইপুর গ্রামের এতিম আলী (৩৫) ও অজ্ঞাতনামা ১জন স্থানীয় হাওড়ে মাছ ধরতে যায়। এ সময় তাহারা বজ্রপাতের শিকার হয়। স্থানীয় লোকজন উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় এতিম আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

Exit mobile version