Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে:: “শত কোটি মানুষের অপার স্বপ্ন একটি বিশ্ব, করিনা নিঃস্ব” প্রতিপাদ্য শ্লোগানকে সামনে নিয়ে শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস যথাযথভাবে পালিত হয়েছে। ওই দিন সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন পৃথক র‌্যালী বের করেন। এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শেভরন বাংলাদেশের অর্থায়নে এবং পৌরসভার বাস্তবায়নে পৌর এলাকার লোকদের মধ্যে বিভিন্ন জাতের প্রায় ১ হাজার ৫ শত বৃক্ষ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। বর্ণাঢ্য র‌্যালী ও বৃক্ষ বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন, পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খান, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, শেভরন বাংলাদেশ’র কমিউনিটি এ্যাংগেজমেন্ট ম্যানাজার মলয় কুমার সরকার, পৌর সভার প্যানেল মেয়র-২ শাহ রিজভী আহমদ খালেদ, শেভরন বাংলাদেশ’র সিনিয়র কো-অর্ডিনেটর কমিউনিটি এ্যাংগেজমেন্ট মুরাদ আহমেদ, ইমাম হাসান আকন, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর সন্তোষ দাশ, সংরক্ষিত কাউন্সিলর প্যানেল মেয়র-৩ যতিকা রানী দাশ, রেখা রানী আর্চায্য, সহকারী প্রকৌশলী ববি মজুমদার, হিসাব রক্ষক শেখ জালাল উদ্দিন, দৈনিক নবচেতনা ও বিজয়ের প্রতিধ্বনি‘র নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্না, সন্ধা বানী প্রতিনিধি শাহ মুছা আহমদ প্রমূখ। পৃথক র‌্যালী শেষে শেভরন বাংলাদেশ’র সহযোগিতায় এবং নবীগঞ্জ পৌরসভার বাস্তবায়নে পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্টান ও লোকদের মধ্যে দেড় হাজার বিভিন্ন জাতে বৃক্ষ ছাড়া বিতরণ করা হয়েছে।

Exit mobile version