Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে মাজারে আগুন॥ দানবাক্সের টাকা চুরি ভক্ত আশেকান্দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জর কুর্শি ইউনিয়নের খনকারী পাড়া গ্রামে শায়িত ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গীয় হযরত শাহ্ চেরাগ কুতুব উদ্দীন আউলিয়া চিশতী (রহঃ)এর ঐতিহাসিক পবিত্র মাজারে একদল দৃর্বৃত্ত কর্তৃক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ! গত বৃহস্পতিবার রাতের আধারে কে বা কাহারা পবিত্র রওজা মোবারকের উপরে আগুন লাগিয়ে গিলাফ সহ মাজারের গুরুত্বপূর্ণ জিনিষ পত্র জ্বালিয়ে পুড়িঁয়ে ছাই করে দেয়। এ সময় দুস্কৃতিকারীরা পবিত্র মাজারের দানবাক্সের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে ভক্ত আশেকানদের দানকৃত টাকা পয়সা। এই ঘটনার কয়েকদিন পূর্বে মাজারের এবাদত খানায় ও আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। একজন অলির দরবারে একের পর এক এমন ন্যাক্কারজনক নিন্দনীয় ঘটনায় অলি আউলিয়া ভক্ত আশেকান্দের মধ্যে ক্ষোভ নিন্দার পাশাপাশি তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, হযরত শাহ চেরাগ কুতুব উদ্দীন আউলিয়া (রহঃ) উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ শাহনূর হোসেন চৌধুরী (সোহান)। তিনি বলেন ঘটনার ঐ রাতে তিনি তার অসুস্থ্য পিতাকে নিয়ে সিলেটের পাইওনিয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। তিনি এ ন্যাক্কারজনক ঘটনার সংবাদ পেয়ে হতভম্ব হয়ে পড়েন। এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি জোরদাবী জানান। এদিকে পবিত্র মাজারে দৃর্বৃত্তদের ঘটানো এমন নজিরবিহীন অপকর্মের নিন্দা জানিয়েছেন উপজেলার বিভিন্ন সামাজিক সংঘটন সহ সচেতন নাগরিকবৃন্দ। তারা সুষ্টু তদন্তের মাধ্যমে দৃর্বৃত্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।

Exit mobile version