Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে মাসিক আইন শৃখলা কমিটির সভা রবিবার সকালে অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসনের সভা কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাছুম বিল¬াহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল বাতেন খাঁন,জাতীয় পার্টির সভাপতি ডা: আবুল খায়ের,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন,ইউপি চেয়ারম্যান মাছুম আহমেদ জাবেদ,ইউপি চেয়ারম্যান খালেদুর রহমান খালেদ,ইউপি চেয়ারম্যান মেহের আলী মালদার,নবীগঞ্জ পেসক্লাবের সাধারন সম্পাদক রাকিল হোসেন,বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন প্রমূখ। সভায় সামপ্রতিককালে নবীগঞ্জ উপজেলায় গরু চুরি,হাইওয়েসহ বিভিন্ন বাড়িতে ডাকাতি বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। ডাকাতি ও চুরি বন্ধে পুলিশী টহল জোরদার করার সিদ্ধান্ত হয়। এছাড়াও মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের নামে সড়ক নামকরন,বাল্য বিবাহ বন্ধে সচেতনতা, চরগাঁও গ্রামে মামলা থেকে অব্যাহতি পাওয়া আসামী কর্তৃক বাদীকে হয়রানি না করা,যথাযোগ্য সম্মান ও মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন,জাতীয় পতাকার মান ও কালার ঠিক রেখে সরকারী আধাসরকারী,শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যোক জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করাসহ বিষয়গুলো পৃথকভাবে আলোচনা করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন পূর্বের তুলনায় আইন শৃংখলা অনেক ভাল। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Exit mobile version