Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে শিক্ষক সমিতির মানব বন্ধন

রাকিল হোসেন নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:
বে-সরকারী শিক্ষক, কর্মচারীদের ৬% এর স্থলে ১০% কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার, চাকুরী জাতীয়করণ, ৫% বার্ষিক বৃদ্ধি, বৈশাখী ভাতা ও স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্টান এম.পি.ও ভুক্তির দাবীতে হবিগঞ্জের নবীগঞ্জ মাধ্যমিক শিক্ষক / কর্মচারী সমিতি গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশাল মানব বন্ধন করেছে। উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে অনুষ্টিত মানব বন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি এটিএম বশির আহমদ। গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের সিঃ শিক্ষক জুহেদ আহমেদ’র পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাগীব রাবেয়া হাইস্কুলের শিক্ষক মিজানুর রহমান, শংকর দত্ত, প্রভাষক আনোয়ার হোসেন, সৈয়দপুর মাদ্রাসার শিক্ষক এমএ রহিম, রাজরানী স্কুলের শিক্ষক মহসীন আলী, ঘোলডুবা স্কুলের মেহেদী হাসান,দিনারপুর স্কুলের মহসিনুর রহমান, সৈয়দ আজিজ হাবিব স্কুলের ছালেহ আহমদ, গোপলার বাজার স্কুলের তোফাজ্জুল হক, হাজী আঞ্জব আলী স্কুলের প্রধান শিক্ষক রিয়াজুল করিম চৌধুরী, বাগাউড়া স্কুলের প্রধান শিক্ষক পিয়ার আলী, নাদামপুর স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ,তাজ উদ্দিন স্কুলের প্রধান শিক্ষক ও সমিতির সাধারণ সম্পাদক মোঃ হারুন মিয়া প্রমূখ। বক্তাগণ, তাদের ন্যায্য দাবী না মানলে পরবর্তীতে দুর্বার আন্দোলনের ডাক দেয়ার হুমকী দেন।

Exit mobile version