Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

রাকিল হোসেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ডিজিটাল স্থাপনের অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবীগঞ্জ উপজেলায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সর অনুষ্ঠানটি প্রজেক্টর এর মাধ্যমে উপজেলা সম্মেলন কক্ষে প্রদর্শিত হয়।প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্ত তাজিনা সারোয়ার জানান, নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে,নবীগঞ্জ ডিগ্রি কলেজ,তাজ উদ্দিন কুরেশি উচ্চ বিদ্যালয়,বাগাউড়া উচ্চ বিদ্যালয়,তাহিরপুর নয় মৌজা আলিম মাদ্রাসা। ভিডিও কনফারেন্স অনুষ্টানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনম চৌধুরী বাবু,উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার,সাবেক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন,শিক্ষা অফিসার সাদেক আহমেদ,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম,নির্বাচিত শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও কর্মকর্তাসহ বিপুলসংখ্যক লোক অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি আনয়নে অক্লান্ত প্রচেষ্টা চালানোর জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।

Exit mobile version