Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে সিএনজি চালক বেলাল হত্যা মামলার আসামী গ্রেফতার

নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জে চাঞ্চল্যেকর সিএনজি শ্রমিক বেলাল মিয়া হত্যা মামলার আসামী আফছর মিয়া(৩০) কে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার নোয়া পাড়া গ্রামের মৃত আব্দুল হেকিম এর পুত্র। শুক্রবার নবীগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম গোপন সংবাদ এর ভিত্তিতে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে আফছর মিয়াকে শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। সে দায়েরকৃত হত্যা মামলার ২নং আসামী। এদিকে বেলাল মিয়া হত্যাকান্ডের ঘটনায় ২৮ জনের নাম উলে¬খ করে আরও ৭/৮জন অঞ্জাতনামাকে আসামী করে নিহতের পিতা ফারুক মিয়ার দায়েরী হত্যা মামলার আসামীদের গ্রেফতারে ২৮ এপ্রিল থেকে থানা পুলিম ব্যাপক অভিযান চালায়। তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ আসামীদের গ্রেফতারে তাদের বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। গোপন সংবাদ এর ভিত্তিতে আফসরকে শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করা হয়। অন্য ঘাতকরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেফতার্ওে পুলিশের অভিযান অব্যাহত আছে। এদিকে সিএনজি শ্রমিক বেলাল মিয়াকে প্রকাশ্যে দিবালোকে হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাড়িতে এখনও চলছে শোকের মাতম। নিহতের পিতা-মাতা এবং সদ্য বিবাহিতা স্ত্রীর কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়,নিহত বেলাল মিয়া নবীগঞ্জের একজন দক্ষ ভিডিও কামেরাম্যান ছিলেন। সে বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও ক্যামেরা করতো। সম্প্রতি ব্এি পরীক্ষা শুরু হলে বড় ভাই হেলাল আহমেদ পরীক্ষার্থী হওয়ায় তার সিএনজি চালানোর দায়িত্ব নিয়েছিলো নিহত বেলাল। উলে¬খ্য গত রবিবার বিকেলে শহরের শেরপুর রোডস্থ মা হোটের ও মাইওয়ান ব্যবসা প্রতিষ্টানের সামনে দাড়ানো অবস্থায় প্রতিপক্ষ অস্ত্রধারী সন্ত্রাসীরা সিএনজি শ্রমিক বেলাল মিয়াকে কুপিয়ে রক্তাক্ত জকম করে। মূমুর্ষ অবস্থয় তাকে সিলেট নিয়ে যাওয়ার পথে বেলাল মিয়া মৃত্যুর কুলে ঢলে পড়েন। নিহত বেলাল মিয়া পৌর শহরের নোয়া পাড়া গ্রামের সাবেক পত্রিকার হকার ও সিএনজি ম্যানাজার ফারুক মিয়ার ছেলে এবং পত্রিকার এজেন্ট মোশাহীদ আলী ও মিয়াধন মিয়ার ভাতিজা। সিএনজি শ্রমিক ইউনিয়ন নিহত বেলালের কপিন নিয়ে শহরে মৌন মিছিল ও শোক র‌্যালী বের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন,আসামীরা দেশের যে প্রান্তেই থাকুক তাদেরকে খুব শ্রীঘ্রই গ্রেফতার করা হবে। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Exit mobile version