Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জ যুবদল সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালামের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে-নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বর্ণাঢ্য বিশাল জন সমাবেশে সহস্রাধিক বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল শুভাযাত্রা করে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেছেন নবীগঞ্জ উপজেলা যুবদল সভাপতি, বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক, তৃতীয় বারের মতো নির্বাচিত পৌর কাউন্সিলর ও বর্তমান প্যানেল মেয়র-১ এটিএম সালাম। শনিবার বিকালে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে নবীগঞ্জ পৌর আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এডভোকেট আবু জাহির এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে উক্ত যোগদান করেন। এ সময় ফুলের মালা দিয়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ তাকে বরণ করে নেন। এতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের করতালির মাধ্যমে উৎসবের সৃষ্টি হয় সমাবেশ স্থল। পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক কমিশনার মুজাহিদুল আলম’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা’র পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট আবু জাহির এমপি বলেছেন, পাপের বোঝা ভারি হলে প্রকৃতিও তাতে আঘাত করে। একেক করে খালেদা জিয়ার সব রাস্তাই বন্ধ হয়ে যাচ্ছে। জীবন্ত মানুষকে পুড়িয়ে যে দল ক্ষমতায় যেতে চায়। যে দল ইতিহাস বিকৃত করে ভবিষ্যত প্রজন্মকে মিথ্যেও জালে জরাতে চায়। তারা আর যাই হোক বাংলাদেশের মঙ্গল চায় না। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদেও প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদেও চেয়ারম্যান আলমগীর চৌধুরী, আওয়ামীলীগ নেতা গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ, প্রাক্তন মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, যুগ্ম সম্পাদক এডভোকেট আজিজুর রহমান কাজল, এডভোকেট গতি গোবিন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উজ্জল সরদার, হাবিবুর রহমান হাবিব প্রমূখ। যোগদানকারীদের মধ্যে উলে¬খ্য যোগ্য ছিল উপজেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন টিটু, ক্রিড়া সম্পাদক শিক্ষানুবিশ আইনজীবি ফজলুল হক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস শহীদ, উপজেলা তাতী দলের যুগ্ম আহ্বায়ক আকবর আলী, যুবনেতা আব্দুস ছুবান, আক্তার হোসেন, হাদিছ মিয়া, ফারুক আহমদ, ইসমত আলী, বিএনপি নেতা কদর আলী, কবির মিয়া, তোয়াব উল¬া, সফিক মিয়া, আব্দুল হাই, মিরাশ মিয়াসহ সহস্রাধিক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মী ও সমর্থকরা আওয়ামীলীগে যোগদান করেছেন। এই বিশাল যোগদানের ফলে নবীগঞ্জে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সুত্রে জানাগেছে, আগামী ৫/৬ মাসের মধ্যে বিএনপির শীর্ষ নেতাদেও নেতৃত্বে আরো কয়েক হাজার বিএনপির নেতা কর্মী ও সমর্থরা আওয়ামীলীগে যোগদানের পরিকল্পনা করছেন। এর পেছনে স্থানীয় নেতাদেও একক আধিপত্য বিস্তার, ত্যাগী ও সিনিয়র নেতাদের অবমূল্যায়ন ও নেতাদেও বৈষম্যমুলক আচরনের কারন উলে¬খ্য যোগ্য। এর আগে সকাল ১০টার সময় উপজেলা অডিটোরিয়ামে ইউপি নির্বাচনকে সামনে রেখে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ভ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। পরিচালনা করেন সাধারন সম্ফাদক সাইফুল জাহান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্ফাদক এডভোকে আব্ধুল মজিদ খাঁন এমপি,জেলা পরিষদেও প্রশাসক ডা:মুশফিক হোসেন চৌধুরী,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী,জেলা আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী প্রমুখ

Exit mobile version