Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নলুয়ার হাওরের ভূরাখালিতে করিম ও সফিকুন নুর স্মরনে আলোচনাসভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ বলেন, ভাটি জনপদে জন্ম নিয়ে লোক সংষ্কৃতির পুরোধা আব্দুল করিম আমাদেরকে বিশ্বব্যাপী পরিচিত করেছেন। তাদের কৃতকর্মে আমরা গৌরবান্ধিত। সফিকুন নুরও একজন গুনী শিল্পী তিনিও আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের স্মৃতি বিজড়ীত ভূরাখালি গ্রামে এধরনের আয়োজনে তিনি আয়োজকদের প্রশংসা করেন। নলুয়ার হাওরপাড়ের ভূরাখালি গ্রামবাসীর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও বাউল স¤্রাট শাহ আব্দুল করিম ও শাহ সফিকুন নুর স্মরনে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাত ১১টায় আলোচনাপর্বে প্রধান অথিথির বক্তব্যে তিনি উপেরাক্ত কথা বলেন। জগন্নাথপুর ও দিরাই উপজেলার সীমান্তবর্তী নলুয়ার হাওরের ভূরাখালি বাজারের পাশে রাতে এ স্মরণ উৎসব উদযাপিত হয়। চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুণ রাশীদের সভাপতিত্বে ও এলাকার তরুণ সমাজকর্মী ও সংস্কৃতি অনুরাগী সিদ্দিকুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম,বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবী শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, সমাজসেবী শাহ আলী রব,প্রমুখ।
2016-03-11 23.22.03সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজসেবী ময়না মিয়া,সালাম মিয়া,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক আলী আহমদ, স্টাফ রিপোর্টার গোবিন্দ দেব, আজহারুল হক ভূঁইয়া শিশু,কবি আলতাব হোসেন, পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। চলবে সারারাত ব্যাপী। পরে এই দুই গুনী শিল্পীর সন্মানে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। কালনী নদীর তীরের বাউল করিমের জনপ্রিয় গানে গানে হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে কামারখালী নদীর তীরবর্তী নলুয়ার হাওর।

Exit mobile version