Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নলুয়া হাওরপাড়ের ফসলহারা কৃষকদের মধ্যে নগদ অর্থ, ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরন

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে হাওরপাড়ের ফসলহারা কৃষক পরিবারদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা প্রদান, ঔষধ বিতরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের উদ্যোগে ও জেড এইচ সিকদার উইমের্ন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ প্রচেষ্টায় উপজেলার নলুয়া হাওরবেষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের দ্বিপ কুঞ্জ হিসেবে পরিচিত ভূরাখালি গ্রামে দিনব্যাপি স্বাস্থ্য সেবা, ঔষধ বিতরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিতি ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ডিএমডি এ,এস,এম বুলবুল, জেড,এইচ সিকদার মেডিকেল কলেজের পরিচালক ডাঃ প্রফেসার মুজিবুর রহমান, সিলেট ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক মিজানুর রহমান, সামাজিক দায়বদ্ধতা বিভাগের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সভাপতি আবু কয়েছ আহমদ প্রমুখ।

জেড,এইচ সিকদার মেডিকেল কলেজের পরিচালক ডাঃ প্রফেসার মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান,জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়ার হাওরের ফসল, মাছ, গৃহপালিত পশু-পাখি হারিয়ে নির্বাক হাওরবাসী। বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলহারা, বিপন্ন বিপর্যস্ত হাওরপাড়েরর প্রায় দুইজন মানুষের মধ্যে জনপ্রদি ২৫০০ টাকা, বিনামূলে চিকিৎসা প্রদান ও ঔষধ দেয়া হয়েছে। গতকাল (শুক্রবার) উপজেলা সদরে প্রায় ৪ শতাধিক লোকজনের মধ্যে এ স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, জেলার অন্যতম সর্ববৃৎ নলুয়ার হাওরসহ উপজেলার ছোট বড় ১৫টি হাওরের পাউবো কর্তৃক নির্মিত দূর্বল বেড়িবাঁধ ভেঙ্গে ২০ হাজার হেক্টর কাঁচা ফসল পানিতে তলিয়ে যায়। ধানগাছ পচে হাওরের মাছে ও হাঁস মোড়কে দেখা দেয় মড়ক। এর মধ্যে কাল বৈশাখী ঝড়ের তান্ডব। হাওরবাসীর দুৎখ দুর্দশা যেন শেষ হচ্ছে না।

Exit mobile version