1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

নাও পাইছে ভালা মাইনসে

  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:: ভালা মাইনসে নাও পাইছে তাই ভোট দিতে যাইমু। জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম এর নৌকা প্রতীক পাওয়ার পর এভাবে মন্তব্য করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সবার মুখে মুখে এখন একটাই কথা ভালা মাইনসে নাও পাইছে (ভালো মানুষ নৌকা প্রতীক পেয়েছেন)। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েক দিন ধরে এরকম মন্তব্য করতে দেখা যায়। বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের পর বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মুখে মুখে ভালা মাইনসে নাও পাইছে বলতে শুনা যায়। উপজেলা বিএনপির একজন প্রবীণ নেতা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান, বিএনপি এ সরকারের অধীনে সব নির্বাচন বয়কট করেছে তাই আমরা উপজেলা নির্বাচন বয়কট করেছি। তবে এবার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ায় আমাদের ভালো লাগছে। রাজনীতিতে ভালো মানুষের মুল্যায়ন হয়েছে। সব দলের কাছে গ্রহণর‍্যোগ্য ও ভালো মানুষ হিসেবে তাকে ভোট দিতে যাব। তিনি বলেন, দলমতের উর্ধ্বে উঠে ভালো মানুষ হিসেবে তাকে ভোট দিবে। জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান, জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী আব্দুল কাইয়ুম কামালী, স্বতন্ত্র প্রার্থী হারুন রশীদ ও তালহা আলম। জগন্নাথপুর উপজেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান কামালী মন্তব্য করেন, একজন সর্বমহলে গ্রহণযোগ্য মানুষ মনোনয়ন পেয়েছেন। সবার মুখে মুখে এখন ভালো মানুষ নৌকার মনোনয়ন পেয়েছেন।
উপজেলা নাগরিক ফোরাম আহ্বায়ক নুরুল হক বলেন, নাগরিকরা সৎ, নির্ভিক, পরিচ্ছন্ন রাজনীতিবীদকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়। নুরুল ইসলাম কে প্রার্থী হিসেবে পেয়ে সবাই খুশি।
জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, সবার মুখে মুখে সুর উঠেছে একজন ভালো মানুষ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। সর্বমহলে গ্রহণযোগ্য হিসেবে তাকে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যায়ন করেছেন। ইতিমধ্যে যারা মনোনয়নপত্র দাখিল করছেন তাদের সবার মধ্যে তিনি বয়োজ্যেষ্ঠ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য। সৎ, নির্ভিক, পরিচ্ছন্ন রাজনীতিবীদ হিসেবে পরিচিত। নির্বাচনী মাঠে প্রচারণার শুরুতে তাই তিনি সুবিধা পাচ্ছেন।
প্রসঙ্গত নুরুল ইসলাম ১৯৬৫ সালে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। ১৯৬৬ সালের ছয়দফা ৬৯ গণ আন্দোলন ও ১৯৭০ সালের নির্বাচনে নৌকার পক্ষে সক্রিয় ছিলেন। তিনি ৬৯ থেকে ৭২ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের এমসি কলেজ ছাত্রাবাস শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে ভূমিকা রাখেন। ১৯৭২ সালে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সন্মেলনে তিনি সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবার স্বপরিবারে হত্যার পর তিনি জার্মানিতে রাজনৈতিক আশ্রয় নেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে আসার পর তিনিও দেশে এসে আওয়ামী লীগের রাজনীতিতে আবার সক্রিয় হন। সর্বশেষ তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য ও সিলেট চেম্বার অব কমার্সের তিন বারের পরিচালক ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com