Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নামকরন নিয়ে শ্লোগানে বিরক্ত মন্ত্রী

স্টাফ রিপোর্টার:: সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর আগমনের পর থেকে একটি পক্ষ সেতুটির নাম আব্দুস সামাদ আজাদ সেতু নামকরনের শ্লোগান দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে মন্ত্রী কিছুটা বিরক্ত হন। এক পর্যায়ে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ সেতুটির নাম আব্দুস সামাদ আজাদ সেতু নাম করনের দাবি জানান। এ প্রসঙ্গে মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, শ্লোগান দিলে নামকরন হয় না। নামকরনের জন্য নিদিষ্ট প্রক্রিয়া অনুসরন করতে হয়। সুনামগঞ্জের মানুষের সুনাম রয়েছে। বিষয়টি আমাকে বলা যেত। কিন্তু এভাবে শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্ঠি করে সুনামগঞ্জের সুনাম নষ্ট করা ঠিক হয়নি। তিনি সেতু নির্মাণ শেষে যথাযথ প্রক্রিয়া অনুসরন করে সেতুর নামকরণ করা হবে বলে জানান।

Exit mobile version