Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নারীর পায়ের নিচে গোখরার স্তুপ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুড়িহারী গ্রামের একটি বাড়ি থেকে ১৮টি গোখরা সাপ মারা হয়েছে।

শুক্রবার সকালে ও গত বৃহস্পতিবার ওই গ্রামের মোরশেদুল আলমের শোবার ঘর থেকে সাপগুলো বেরিয়ে আসে।

মোরশেদুল আলমের ছোট ভাই মোকসেদুল আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার সময় তার ভাবী জোসনা বেগম (মোরশেদুল আলমের স্ত্রী) ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে শুয়ে ছিলেন।

হঠাৎ এক সময় তিনি তার পায়ের নিচে ঠাণ্ডা কিছু অনুভব করেন। বিছানা থেকে উঠে তিনি টর্চ লাইট জ্বালিয়ে পায়ের নিচে প্রায় এক হাত (১৮ ইঞ্চি) লম্বা একটা সাপের বাচ্চা দেখতে পান।

সাপ দেখে তিনি ভয়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসেন। পরে তার ভাই ও প্রতিবেশিরা ছুটে গিয়ে ঘরের আসবাবপত্রের ভেতর থেকে ৯টি গোখরা সাপের বাচ্চা দেখতে পান। পরে সেগুলোকে মেরে ফেলা হয়।

জোসনা বেগম বলেন, ‘বিছানার ওপর হঠাৎ করে সাপ দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। তারপর আমি ঘর থেকে বেরিয়ে এসে সবাইকে ডাকি।’

এদিকে শুক্রবার সকালে মাটির ঘরের মেঝে ও দেয়াল খুঁড়ে আরও ৯টি গোখরা সাপ পাওয়া যায়। সেগুলোকে মেরে ফেলা হয়। প্রতিটি সাপ প্রায় ১৮ থেকে ২০ ইঞ্চি দৈর্ঘের।

মোকসেদুল আলম বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের ভেতর সাপ বের হওয়ার খবর পেয়ে আমরা ঘরের ভেতর সব আসবাবপত্র সরাতে থাকি। এতে ঘরের বিভিন্ন জায়গা থেকে সাপ বেরিয়ে আসে। সাপ বের হয়ে আসে আর মারতে থাকি। শুক্রবার সকালে ঘরের ভেতর সবগুলো গর্ত খুঁড়লে আরও সাপ বের হয়ে আসে।’

Exit mobile version