Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নিজ কেন্দ্রেয় হারলেন শাহীনুর পাশা

স্টাফ রিপোর্টার::
সুনামগন্জ- ৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী তাঁর নিজ এলাকার ভোট কেন্দ্রে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মিনাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহাজোট প্রার্থী এমএ মান্নানের চেয়ে ভোটে পিছিয়ে রয়েছেন।
ওই কেন্দ্রে ধানের শীষ প্রতিকে ভোট পেয়েছেন ৮শত। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান নৌকা প্রতিকে ভোট পান ৯শত ৮০টি। এ কেন্দ্রে অন্য যেসব প্রার্থীরা ভোট পেয়েছেন জাকের প্রার্থী শাহ জাহান গোলাপফুল প্রতিকে শুন্য, এনডিপির প্রার্থী মাহফুজুর রহমান খালেদ ছাতা প্রতিকে ৪টি, ইসলামী আন্দোলনের প্রার্থী মুহিবুল হক আজাদ হাতপাখা প্রতিকে ১টি ও বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী সৈয়দ শাহ মুবশ্বির আলী হারিকেন প্রতিকে ভোট পেয়েছেন ২টি।
এ কেন্দ্র মোট ভোটার সংখ্যা ৩হাজার ২শত ১৯টি। এরমধ্যে কাস্টিং হয়েছে ১ হাজার ৭শত ৮৭টি।

গতকাল রোববার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ওই কেন্দ্রের পিসাইডিং কর্মকর্তার সাক্ষরিত ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে।
এছাড়াও পাটলী ইউনিয়নের সব কটি ভোট কেন্দ্রে ঐক্যফ্রন্টের প্রার্থী শাহীনুর পাশা মহাজোট প্রার্থী এমএ মান্নানের চেয়ে পিছিয়ে আছেন। ইউনিয়নের সব কটি কেন্দ্র নৌকা লীড করেছে।
এ বিষয়ে জানতে ঐক্যফ্রন্টের প্রার্থী শাহীনুর শাপা। চৌধুরীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

Exit mobile version